চট্টগ্রাম ওয়াসা
চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৫ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৬ পিএম
চট্টগ্রাম ওয়াসার ১২শ মিলিমিটার ব্যাসের মূল সঞ্চালন লাইন ফুটো হয়ে পানি সংকটে পড়েছেন চার লক্ষাধিক গ্রাহক। এই পানি সংকটের কারণে গত সোমবার দুপুর থেকে নগরীর অন্তত ২০ এলাকার গ্রাহকেরা চরম দুর্ভোগে পড়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, নগরীর কুয়াইশ এলাকায় ‘চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের’ অধীনে একটি কালভার্ট নির্মাণকাজ করার সময় এক্সকাভেটরের আঘাতে ওয়াসার মূল সরবরাহ লাইনের পাইপ ফেটে যাওয়ায় এই সংকট দেখা দিয়েছে। বর্তমানে পাইপলাইন মেরামতে কাজ চলছে বলে জানিয়েছেন ওয়াসার কর্মকর্তারা। তবে বুধবার (১৯ফেব্রুয়ারি) রাত ৮টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্ত এই সরবরাহ লাইন ঠিক হয়নি।
জানা যায়, বহদ্দারহাট, চকবাজার, চান্দগাঁও, জিইসি, মুরাদপুর, জামালখান, লালখানবাজার, মাদারবাড়ি, কদমতলী, ধনিয়ালাপাড়া, নয়াবাজার, নন্দনকানন, আনন্দবাজার, ২ নম্বর গেট, বায়েজিদ, অক্সিজেন, রৌফাবাদ, রুবি গেট, হিলভিউ, উত্তর হালিশহর, দক্ষিণ হালিশহর, আগ্রাবাদ, মোমেনবাগসহ অন্তত ২০ এলাকার মানুষ পানি সংকটে আছেন।
নগরীর লালখান বাজার এলাকার মোহাম্মদ নোমান নামে এক গ্রাহক ক্ষোভ প্রকাশ করে বলেন, সোমবার বিকাল থেকে ওয়াসার পানি আসছে না। কোথায় নাকি পাইপলাইনে সমস্যা হয়েছে। একটা পাইপলাইন ঠিক করতে এত সময় লাগে? এখানকার হাজার হাজার লোক পানির জন্য হাহাকার অবস্থায় পড়েছে। ওয়াসার লোকজন কী করছে?
একইভাবে আগ্রাবাদ এলাকার বাসিন্দা ফয়েজ আহমেদ বলেন, ওয়াসার পানির যন্ত্রণা গেল না। এই সমস্যা, ওই সমস্যা বলে বলে সব সময়ই পানি সরবরাহে সমস্যা হয়। দুই দিন ধরে পানি নেই। কখন আসবে জানি না। পানি নিয়ে খুব কষ্টে আছি।
ওয়াসা সূত্রে জানা যায়, বর্তমানে ওয়াসার দৈনিক উৎপাদন–সক্ষমতা ৫০ কোটি লিটার। এর মধ্যে চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী পানি শোধনাগার-১ ও ২ থেকে আসে ১৪ কোটি করে মোট ২৮ কোটি লিটার পানি। এর বাইরে মদুনাঘাট পানি শোধনাগার থেকে ৯ কোটি লিটার ও মোহরা পানি শোধনাগার থেকে ৯ কোটি লিটার পানি পাওয়া যায়। এ ছাড়া গভীর নলকূপ থেকে আসে ৪ কোটি লিটার পানি। বর্তমানে পাইপ লাইন ফুটো হওয়ায় কর্ণফুলী পানি শোধনাগার থেকে পানি সরবরাহ পুরোটা বন্ধ। তাই ১৪ কোটি লিটার পানি পাওয়া যাচ্ছে না। এতে চরম দুর্ভোগে পড়েছেন সংশ্লিষ্টরা এলাকার বাসিন্দারা। এ ছাড়াও বর্তমানে চট্টগ্রাম ওয়াসার মোট সংযোগ সংখ্যা ৮৬ হাজার ৩০৯টি। এর মধ্যে আবাসিক ৭৮ হাজার ৫৪২টি এবং বাণিজ্যিক সংযোগ সাত হাজার ৭৬৭টি।
পাইপলাইন ফুটো ও গ্রাহকদের দুর্ভোগ লাঘব হবে কখন জানতে চাইলে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সেখানে কাজ করার সময় আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাইপলাইনের অবস্থান নকশা আকারে বুঝিয়ে দিয়েছিলাম। কুয়াইশ এলাকায় ওয়াসার নির্বাহী প্রকৌশলী গিয়ে ওয়াসার পাইপের অবস্থান দেখিয়ে দিয়েছিলেন। কিন্তু তারপরও আমাদের ওয়াসার মূল সরবরাহ লাইনের বড় পাইপটি ক্ষতিগ্রস্ত হলো। এতে কর্ণফুলী পানি শোধনাগার থেকে পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফলে অনেক এলাকার পানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গ্রাহকেরা কষ্ট পাচ্ছেন। তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। বর্তমানে মাটি খুঁড়ে ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতের কাজ করা হচ্ছে।
কখন নাগাদ ঠিক হতে পারে এমন প্রশ্নের উত্তরে ওয়াসার প্রধান প্রকৌশলী সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফোনে বলেন, মেকানিক্যাল বিষয়, যা সঠিকভাবে বলা যাবে না। তবে আমরা গুরুত্ব দিয়ে সেখানে মেরামতের কাজ চালাচ্ছি। আশা করি শিগগিরই পাইপলাইন ঠিক হয়ে যাবে।