হিলি (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৪ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১৫ পিএম
বিরামপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু। ছবি : সংগৃহীত
দিনাজপুরের বিরামপুর উপজেলার সাবেক চেয়ারম্যান খায়রুল আলম রাজুকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পূর্ব জগন্নাথপুরের নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত খায়রুল আলম রাজু সাবেক উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার ১৮ নম্বর আসামি খায়রুল আলম রাজুকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। আজ সকালে তাকে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।’