× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেত্রকোনার শ্যামগঞ্জ

পানি উন্নয়ন বোর্ডের ‘দুর্নীতি’, প্রতিবাদে সড়ক অবরোধ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৯ পিএম

ময়মনসিংহ-নেত্রকোনা হাইওয়ে অবরোধ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রবা ফটো

ময়মনসিংহ-নেত্রকোনা হাইওয়ে অবরোধ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রবা ফটো

নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের ‘দুর্নীতির’ প্রতিবাদ এবং সোয়াই নদীর অসমাপ্ত খননকাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় সচেতন মহল।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ময়মনসিংহ-নেত্রকোনা হাইওয়েতে কয়েক ঘণ্টা ধরে এই কর্মসূচি চলে। কর্মসূচি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কর্মসূচিতে অংশ নেওয়া সৈয়দ এস. এম. ঋজু অভিযোগ করেন- ‘গত বছর সোয়াই নদীর ৪৬ কিলোমিটার খননকাজ শুরু হলেও মাঝপথে এসে এক কিলোমিটার অংশের কাজ বন্ধ হয়ে যায়।’ তিনি দাবি করেন- ‘স্থানীয় সংসদ সদস্য নিলুফার আঞ্জুম পপি, ময়মনসিংহের জেলা প্রশাসক এবং নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী সারোয়ার জাহান ঘুষ লেনদেনের মাধ্যমে খননকাজ বন্ধ রেখেছেন। তারা সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে, ওই অংশে নদী নেই, অথচ এটি সম্পূর্ণ প্রবাহমান নদী।’

অবস্থানকারী ইয়াসিন বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ভূমিদস্যুদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নিয়ে তালবাহানা করছেন।’ তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘সংশ্লিষ্ট প্রকৌশলী বদলি হয়ে পালানোর চেষ্টা করলেও আমরা তা হতে দেব না। নদী খনন সম্পন্ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

আন্দোলনকারী অর্ক দত্ত বলেন, ‘আজ আমরা মহাসড়ক অবরোধ করেছি, যদি দ্রুত সিদ্ধান্ত না নেওয়া হয়, তাহলে পানি উন্নয়ন বোর্ডের অফিস এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও কঠোর কর্মসূচি পালন করা হবে। কোনভাবেই এই দুর্নীতি মেনে নেওয়া হবে না।’

দুই ঘণ্টারও বেশি সময় ধরে সড়ক অবরোধ চলার পর পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা কোবির আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সাত দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে আশ্বাস দেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল শুরু হয়।

এ বিষয়ে নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী সারোয়ার জাহান বলেন, ‘কাজের বিষয়ে আমরা ইতোমধ্যে তদন্ত প্রতিবেদন তৈরি করে ঢাকার হেড অফিসে পাঠিয়েছি। সিদ্ধান্ত নেওয়ার পর বিস্তারিত জানানো হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা