ছাত্রদলকে শিবির সভাপতি
খুলনা অফিস
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৫ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৭ পিএম
খুলনা প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন শিবির সভাপতি জাহিদুল ইসলাম। প্রবা ফটো
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ছাত্রদল অভিযোগ করেছে, ‘ছাত্রশিবির একটি গুপ্ত সংগঠন’। এ বিষয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “বিগত ১৫ বছর ধরে ছাত্রশিবিরের ১৩২টি শাখার প্রতিটিতে নিয়মিত কমিটি গঠিত হয়েছে। বরং ছাত্রদল নিজেদের সংগঠন ঠিকভাবে পরিচালনা করতে পারেনি, তাদের মুখে এমন অভিযোগ হাস্যকর। রাজনৈতিক দোষারোপের পরিবর্তে জনগণের সামনে নিজেদের অর্জন তুলে ধরুন। ছাত্রদলকে ‘বন্ধুত্বপূর্ণ সংগঠন’ মনে করে শিবির।”
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) খুলনা প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় কুয়েটের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।
তিনি বলেন, এটি সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের বিরোধের বিষয়, যার সঙ্গে শিবিরের কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি দাবি করেন- ‘কিছু মহল হীন উদ্দেশে শিবিরের ওপর দোষ চাপানোর অপচেষ্টা করছে।’
জাহিদুল ইসলাম বলেন, ‘শিবির আগেও তাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেছে এবং ৫ আগস্টের সরকার পতনের পরও আহতদের সহায়তা, শহীদ পরিবারের পাশে থাকা এবং মেধাবী শিক্ষার্থীদের বিকাশে কাজ চালিয়ে যাচ্ছে। তার খুলনা সফরের উদ্দেশ্যও বিজ্ঞানভিত্তিক ক্যাম্পাস গঠন এবং মেধাবীদের উৎসাহিত করা।’
তিনি আরও বলেন, ‘যে ছাত্ররাজনীতির কারণে মানুষ খুন হয়, মায়ের কোল খালি হয়, ভাই-বোনরা আপনজন হারায়- সেই ছাত্ররাজনীতি সমাজের জন্য ক্ষতিকর। আমরা এমন ছাত্ররাজনীতি চাই যেখানে মেধার চর্চা, সেবামূলক প্রতিযোগিতা, রাজনৈতিক সচেতনতা এবং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের পরিবেশ থাকবে।’
সভায় আরও উপস্থিত ছিলেন- শিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক মো. নোমান হোসেন নয়ন, খুলনা মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন, সেক্রেটারি রাকিব হাসান, সাহিত্য সম্পাদক বেলাল হোসেন, সমাজসেবা সম্পাদক আব্দুর রশিদ, সরকারি আযম খান কমার্স কলেজ শাখার সভাপতি তারেখ হোসেন প্রমুখ।