দুর্গাপুরে অবৈধভাবে বালু উত্তোলন
দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২২ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৭ পিএম
অভিযানে বাধা প্রদান করেছেন স্থানীয় জনতা। প্রবা ফটো
নেত্রকোণার দুর্গাপুর নেতাই নদীতে ডেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন স্থানীয় প্রভাবশালীরা। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গেলে বাধা ও হামলার সম্মুখীন হয় উপজেলা প্রশাসন। এ ঘটনায় জড়িত উপজেলা যুবদলের এক নেতাকে বহিষ্কার করা হয়।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তারা দেশিয় ধারালো অস্ত্রসহ লাঠিসোঁটা নিয়ে হামলা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নেতাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। এমন খবরে বুধবার দুপুরে ঘটনাস্থলে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর। অভিযানে উত্তোলিত বালু পরিমাপের সময় উচ্ছৃঙ্খল জনতা দেশিয় অস্ত্রসহ লাঠিসোঁটা নিয়ে হামলার চেষ্টা ও ভয় ভীতি প্রদর্শন করেন।
ইউএনও বলেন, ‘এ ঘটনায় সংশ্লিষ্ট লোকজনের উস্কানিতে কিছু উচ্ছৃঙ্খল জনতা সরকারি কাজে বাধা প্রদান এবং আক্রমণ করার চেষ্টা করেন। তবে এ ঘটনায় আমাদের কেউ হতাহত হয়নি। ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিক পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
এ ঘটনায় জড়িত গাঁওকান্দিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান মিয়াসহ ৭ জন এবং অজ্ঞাতপরিচয় আরও ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
ঘটনার পরপরই উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাজহারুল হক রিপন ও সদস্য সচিব ইউসূফ খানের সিদ্ধান্তে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এস.এম কাইয়ূম সই করা এক প্রেস বিজ্ঞপ্তি দেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়ে ডেজারসহ সকল মালামাল জব্দ করি। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।’