× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাউজানে যুবলীগ কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা

রাউজান (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চট্টগ্রামের রাউজানে মো. হাসান (৩৫) নামের এক যুবলীগ কর্মীকে বাড়িতে থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হাসান রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আহমেদ হোসেন মেম্বারের বাড়ির মো. বজল আহমেদের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক মো. আলাউদ্দিন তালুকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।  

তার পরিবার জানায়, বুধবার বিকাল ৪টার দিকে হাসানকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় কয়েকজন দূর্বৃত্ত। পরে তারা হাসানকে বেধড়ক মারধর করে পার্শ্ববর্তী গ্রামে পলোয়ান পাড়ায় ফেলে দেয়। পরে রাত ৭টার দিকে তার স্ত্রী ঝিনু আক্তারসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, নিহত হাসান ছিলেন রাউজান উপজেলা যুবলীগের সদস্য ও স্থানীয় ইউপি সদস্য মো. সেকান্দরের একান্ত সহযোগী এবং তার পেটোয়া বাহিনীর প্রধান। 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, যুবলীগের এক কর্মীকে একদল সন্ত্রাসী হত্যা করেছে। তিনি স্থানীয় এক সন্ত্রাসীর সহযোগী ছিলেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযান চালিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা