সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৫৭ এএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪০ পিএম
আটক বাবুল হোসেন। ফাইল ফটো
মানিকগঞ্জের সাটুরিয়ায় অপারেশন ডেভিল হান্টে বাবুল হোসেন নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে নিজ বাসা থেকে আটক করা হয়।
বাবুল হোসেন উপজেলার রশিদপুর গ্রামের মো. আয়নাল হকের ছেলে। তিনি উপজেলার বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের আহ্বায়ক ছিলেন।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. শাহিনুল আলম এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘বাবুল হোসেনকে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হবে।’