খুলনা অফিস
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০২ এএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ০০:৫৮ এএম
ছবি: সংগৃহীত
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত চারশ’ থেকে পাঁচশ জনকে আসামি করে মামলা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে কুয়েটের নিরাপত্তা পরিদর্শক মনিরুজ্জামান লিটন বাদী হয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খান জাহান আলী থানায় মামলাটি দায়ের করেছেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. আহসান হাবিব জানান, বুধবার রাতে কুয়েটে সংঘর্ষের ঘটনায় বুধবার রাতে কুয়েট কর্তৃপক্ষ অজ্ঞাত চারশ’ থেকে পাঁচশ’ জনকে আসামি করে মামলা করেছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটি দেখা হচ্ছে। যারা হামলায় জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তদন্তসাপেক্ষে দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।
এদিকে বুধবার রাতে কুয়েট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেও মামলা দায়েরের বিষয়টি জানানো হয়েছে।
গতকাল অনুষ্ঠিত কুয়েটের ৯৮তম জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী এ মামলা দায়ের হয়। কুয়েট ভিসি প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের সভাপতিত্বে ভার্চুয়ালি ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় মঙ্গলবারের ঘটনায় জড়িত বহিরাগতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত দোষী শিক্ষার্থীদের খুঁজে বের করা, বিশ্ববিদ্যালয়ে ৯৩তম সিন্ডিকেট সভায় রাজনৈতিক সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের আদেশটি বহাল রাখা, শিক্ষার্থীদের সব ধরনের রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা নিষিদ্ধের যে ঘোষণা করা হয়েছিল তা কঠোরভাবে অনুসরণ করার সিদ্ধান্ত হয়।
এছাড়া বিশ্ববিদ্যালয়ে কর্মরত সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে সব ধরনের রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা নিষিদ্ধ ঘোষণা এবং এ আইন অমান্যকারীর বিরুদ্ধে তদন্তসাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের বিধান অনুযায়ী চাকরিচ্যুত করাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, রাজনীতির সঙ্গে জড়িত শিক্ষার্থীদের ক্ষেত্রেও তদন্তসাপেক্ষে আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করার বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রসঙ্গত, কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ইস্যুতে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ক্যাম্পাসে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কমপক্ষে অর্ধশত শিক্ষার্থী আহত হন। আহতদের কুয়েটের মেডিকেল সেন্টারসহ আশপাশের বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।