বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০১ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১১ পিএম
নিমসার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রবা ফটো
কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিনভর আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহিদা আক্তার।
উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বাবা-মা, শিক্ষকদের সন্মান করলে ভালো ও উন্নত মানুষ হিসাবে নিজেকে গড়া যায়।
এছাড়াও মাদক, মোবাইলসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ছেড়ে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।
স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মান্নান।
এ ছাড়াও আমন্ত্রিত অতিথি ছিলেন- সাবেক শিক্ষক আ. মতিন সরকার, মো. ওয়াহিদউল্লাহ সরকার, মাওলানা সিরাজুল ইসলাম এবং নিমসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান।
মোতালেব হোসেন ও আনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- নিমসার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. মকবুল হোসেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন আক্তার হোসেন ও সানাউল্লাহ সরকার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন পাঠ করেন শিহাব উদ্দীন জুহুরী। এছাড়াও অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।