× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সড়ক দুর্ঘটনায় তিন শিশু নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১১ পিএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২৪ পিএম

কোলাজ, প্রবা

কোলাজ, প্রবা

কিশোরগঞ্জে বিদ্যালয়ে যাওয়ার পথে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থী ও উত্তেজিত জনতা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কটিয়াদী উপজেলার কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের বানিয়াগ্রাম বাসস্ট্যান্ড এলাকা ও দুপুরে হোসেনপুর উপজেলার গোবিন্দপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- মধ্যপাড়া গ্রামের ফারুকের ছেলে স্থানীয় মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আলী আকবর ও একই এলাকার ফেরদৌসের ছেলে ষষ্ঠ শ্রেণির ছাত্র জুনায়েদ এবং হোসেনপুর উপজেলার দক্ষিণ গোবিন্দপুর গ্রামের প্রবাসী নজরুল ইসলামের মেয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থী নোহা আক্তার।

পুলিশ জানায়, আলী আকবর ও জুনায়েদ বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বাড়ি থেকে একটি মোটরসাইকেলে করে যাচ্ছিল। এ সময় মধ্যপাড়া সড়কে একটি বাস তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে আলী আকবর নিহত হয় ও জুনায়েদ আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

দুই শিক্ষার্থীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ প্রদর্শন করে। ঘটনার পর থেকে প্রায় দুই ঘণ্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে খবর পেয়ে ওসি এবং ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে অবরোধ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

অপরদিকে স্কুলে যাওয়ার পথে একটি অটোরিকশা নোহাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ দিকে তিন কিশোর শিক্ষার্থী মৃত্যুতে বাবা মাসহ পরিবারের লোকজন মাতম করছে। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ও হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন প্রতিদিনের বাংলাদেশকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইতোমধ্যে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা