× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘চাঁদা নিয়ে বিরোধ’

যুবদল নেতার বাড়িতে বিএনপি নেতার ‘হামলা’

গৌরনদী (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২৯ পিএম

যুবদল নেতার বাড়িতে বিএনপি নেতার ‘হামলা’

বরিশালের গৌরনদীতে আধিপত্য বিস্তার ও চাঁদা দাবিকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা মো. নজরুল ইসলামের বিরুদ্ধে। হামলায় তিনজন আহত হয়েছেন। 

আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি ঘটলে একজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) গৌরনদী মডেল থানায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১২ জনকে আসামি করে মামলা হয়েছে।

এর আগে সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের জঙ্গলপট্রি গ্রামে স্থানীয় যুবদল নেতা মিরাজুল ইসলামি সিকদারের বাড়িতে হামলার ঘটনা ঘটে।

অভিযুক্ত নজরুল ইসলাম স্থানীয় বিএনপি নেতা এবং মাহিলাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য।

মিরাজুল সিকদার অভিযোগ করেন বলেন, ‘আমি এলাকায় একটি রাস্তা নির্মানের তদারকির দায়িত্ব পাই। রাস্তার কাজ করতে গেলে নজরুল ইসলাম দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। আমি চাঁদা দিতে অস্বীকার করায় আমাকে হুমকি দিয়ে আসছিল। সোমবার বিকালে চাঁদা দাবি নিয়ে নজরুল মেম্বরের সাথে আমার কথা কাটাকাটি হয়।’

তিনি বলেন, ‘এর জের ধরে নজরুল মেম্বরের নেতৃত্বে সোমবার রাত সাড়ে ৮টার দিকে ২০/২৫ জন সন্ত্রাসী অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আমার বসতঘরে হামলা চালিয়ে বাড়ি ঘর ব্যাপক ভাঙচুর করে। এক পর্যায়ে ঘরে ঢুকে আলমারি ভেঙ্গে লুটপাট চালায়।’

তিনি আরও বলেন, ‘এতে বাধা দিতে গেলে আমার বাবা আতাহার সিকদার, মা রাশিদা বেগম এবং বোন লাইজু আক্তারকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত করা হয়। সন্ত্রাসীরা প্রায় ৬ লাখ টাকার স্বর্ণালংকার, ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় এ নিয়ে বাড়াবাড়ি করলে বাড়ি ঘর পুড়িয়ে এবং আমার ৬ মাসের শিশুপুত্র জোবায়ের ইসলামকে হত্যার হুমকি দেয়।’

অভিযোগের ব্যাপারে নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘চাঁদা দাবি ও বাড়িতে হামলার অভিযোগ সঠিক নয়। তবে কথা কাটাকাটির ঘটনা ঘটেছে।’

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, ‘এ ঘটনায় যুবদল নেতা মিরাজুল সিকদার বাদি হয়ে মঙ্গলবার গৌরনদী মডেল থানায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা