মৌলভীবাজার প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৫ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫২ পিএম
মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার শহরে বিক্ষোভ-মিছিল । প্রবা ফটো
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মৌলভীবাজারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ ও পরে শহরে বিক্ষোভ মিছিল করে দলটি।
সমাবেশে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী।
জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসন থেকে জামায়াত মনোনীত প্রার্থী জেলা জামায়াতের মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসন থেকে জামায়াত মনোনীত প্রার্থী জেলা জামায়াতের সাবেক আমির মো. আব্দুল মান্নান, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে জামায়াত মনোনীত প্রার্থী সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. আব্দুর রব, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা আমির ফখরুল ইসলাম, রাজনগর উপজেলা আমীর আবু রাইয়ান শাহীন, কুলাউড়া উপজেলা আমীর আব্দুল মুন্তাজিম, কমলগঞ্জ উপজেলা আমীর মাসুক মিয়া, জুড়ী উপজেলা আমীর আব্দুল হাই হেলাল, বড়লেখা উপজেলা আমির এমাদুল ইসলাম, মৌলভীবাজার পৌর আমির হাফেজ তাজুল ইসলাম, মৌলভীবাজার ছাত্রশিবিরের সভাপতি নিজাম উদ্দিন, শহর শাখার সভাপতি তারেক আজিজ প্রমুখ।
পরে মিছিলটি প্রেসক্লাব চত্বর ঘুরে শাহ মোস্তফা রোড, বেড়িরপার, কুসুমবাগ পয়েন্ট হয়ে চৌমুহনা চত্বরে গিয়ে শেষ হয়। সমাবেশ ও বিক্ষোভ মিছিলে জেলার বিভিন্ন উপজেলা থেকে জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশ নেন।