সিংড়া (নাটোর) প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২০ পিএম
প্রবা ফটো
নাটোরের সিংড়ায় ১৪৭জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর মাঝে ৫ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা শিক্ষাবৃত্তি ও ২৬জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্রগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচির আওতায় এই বিতরণ অনুষ্ঠিত হয়।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার, সিংড়া মডেল প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক রবিন খান, আইডিয়াল প্রেস ক্লাবের সভাপতি আবু সাইদ, সাংবাদিক রাজু আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাত্র প্রতিনিধি নোমান ফয়সাল জিহাদ, আব্দুল মমিন, নিস্তাক আহমেদ বিল্তু প্রমুখ।