× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘোড়াঘাটে গাঁজার গন্ধে উদ্বিগ্ন এলাকাবাসী

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৪ পিএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১০ পিএম

ঘোড়াঘাট থানা। ছবি : সংগৃহীত

ঘোড়াঘাট থানা। ছবি : সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাটে সাম্প্রতিক সময়ে সর্বত্র গাঁজার গন্ধে উদ্বিগ্ন হয়ে পড়েছেন এলাকাবাসী। গাঁজা সেবনকারীদের দৌরাত্মে অতিষ্ঠ তারা।

গ্রাম-গঞ্জ, হাট-বাজার, রাস্তা-ঘাট, এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশেও গাঁজার ধোঁয়ার গন্ধ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, গাঁজার নেশায় জড়িয়ে পড়ছে উঠতি বয়সের কিশোর, তরণ, যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বয়স্করা। এগুলো অভিভাবক ও সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ব্যক্তি প্রকাশ্যে গাঁজা সেবন করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির অভাবেই এমন ঘটনা বাড়ছে। বিশেষ করে তরুণদের মধ্যে এর প্রভাব বেশি পড়ছে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থেকে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান অব্যাহত রাখতে হবে বলে মনে করছেন তারা।

স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের এক শিক্ষক বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। মাদকের বিস্তার রোধে প্রশাসন ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।’

এলাকাবাসী দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে প্রশাসনের কার্যকরী ভূমিকা আশা করছেন যেন ভবিষ্যৎ প্রজন্ম মাদকের ছোবল থেকে রক্ষা পায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘আমরা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছি। মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান অব্যাহত রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা