নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০২ পিএম
প্রবা ফটো
নোয়াখালী সদর উপজেলায় অপরহণের ২৪ ঘণ্টার মধ্যে অপহৃত স্কুলছাত্রীকে (১৫) উদ্ধার এবং অপহরণকারীকে (২৪) গ্রেপ্তার করেছে র্যাব-১১।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার মতিপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আবুল হোসেন হৃদয় সদর উপজেলার মতিপুর গ্রামের আবুল কালামের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী (১৫) স্থানীয় বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন শিক্ষার্থী। অন্যদিকে আসামি আবুল হোসেন হৃদয় স্থানীয় কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। হৃদয় দীর্ঘদিন ধরে ওই শিক্ষার্থীকে স্কুলে যাওয়া আসার পথে পথরোধ করে প্রেম নিবেদন করাসহ বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৭ ফেব্রুয়ারি বিকালে ভুক্তভোগী তার মাসহ কোচিং এ যাওয়ার সময় হৃদয়সহ অপর আসামিগণ ভুক্তভোগীকে জোরপূর্বক মাইক্রোবাসে তোলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
পরবর্তীতে ভিকটিমের বাবা বাদী হয়ে আদালতে মামলা করেন এবং আদালতের আদেশে ১৬ ফেব্রুয়ারি সুধারাম মডেল থানায় মামলাটি রুজু হয়।
র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর আভিযানিক দল গোয়েন্দা নজরদারির মাধ্যমে ১৭ ফেব্রুয়ারি বিকালে মতিপুর গ্রামে অভিযান চালিয়ে আসামি ও অপহৃতকে উদ্ধার করতে সক্ষম হয়।
র্যাব-১১, সিপিসি-৩ কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যে তথ্য প্রযুক্তির সহযোগিতায় অপহৃতকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। তারপর তাদের সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, অপহৃতা আদালতে ২২ ধারায় জবানবন্দি দিবেন এবং আসামিকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হবে। এছাড়াও এঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।