× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঁচ বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর নির্মাণ কাজ

আমতলী (বরগুনা) প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৬ পিএম

ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতিতে পাঁচ বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর নির্মাণ কাজ। প্রবা ফটো

ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতিতে পাঁচ বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর নির্মাণ কাজ। প্রবা ফটো

ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতিতে পাঁচ বছরেও শেষ হয়নি আমতলী-তালতলী দুই উপজেলার সংযোগ রক্ষাকারী সেতুর নির্মাণ কাজ। ফলে আমতলী ও তালতলী উপজেলার লাখো মানুষ চরম ভোগান্তির স্বীকার। এছাড়া দীর্ঘদিন ধরে খালের গতিপথ বন্ধ করে পাইলিংয়ের গাছ পুঁতে রাখার দুর্ভোগে পড়েছে ছোট-বড় নৌ চলাচল। দ্রুত এ সেতু নির্মাণ কাজ সমাপ্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। 

খোঁজ নিয়ে জানা গেছে, আমতলী ও তালতলী দুই উপজেলার জনদুর্ভোগ কমাতে আড়পাঙ্গাশিয়া নদীতে ২০২০ সালের জানুয়ারি মাসে গাডার ব্রিজ নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিপ্তর  ৬০ মিটার দৈর্ঘ্য আরসিসি গাডার ব্রিজ নির্মাণের প্রস্তাব পাশ করেন। ওই বছরের ২০ ফেব্রুয়ারি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দরপত্র আহ্বান করে। পাঁচ কোটি ৭৩ লাখ ৩৭ হাজার ২৪৮ টাকা বরাদ্দ হয়। পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার টিএনএএসআই জেডি নামের ঠিকাদারী প্রতিষ্ঠান ওই কাজ পায়।

দরপত্রে উল্লেখ আছে ২০২০ সালের ১২ এপ্রিল কাজ শুরু করে ২০২১ সালের ৩০ মার্চ কাজ শেষ করতে হবে। কিন্তু  ঠিকাদারি কোম্পানি ওই ব্রিজের কাজ বরগুনা জেলা আওয়ামী লীগ সাবেক সদস্য বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. সগির হোসেনের কাছে বিক্রি করে। অভিযোগ রয়েছে, বরগুনা-১ আসনের তৎকালীন সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর প্রভাবখাটিয়ে সাব-ঠিকাদার মো. সগির হোসেন কাজ না করে বছরের পর পর ফেলে রেখেছেন। প্রথম দফায় কাজের মেয়াদ শেষ হয়। এরপর তিনি ২০২১ সালের এপ্রিল মাসে কাজ শুরু করেন। নদীর দুই কিনারে দুইটি গাডার কাজ অসমাপ্ত রেখেই কাজ বন্ধ করে দেয়। কাজ না করেই তিনি প্রভাব খাটিয়ে প্রায় তিন কোটি টাকা উত্তোলন করে নিয়েছেন। এরপর তিন বছর পেরিয়ে গেলেও তিনি ব্রিজের নির্মাণ কাজ করেনি। গত পাঁচ বছর ধরে ব্রিজ নির্মাণ কাজ না করায় আমতলী-তালতলী দুই উপজেলার লক্ষাধিক মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। পাশের নরবরে বেইলি ব্রিজ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ ও যানবাহন চলাচল করছে। 

আড়পাঙ্গাশিয়া গ্রামের মো. হুমায়ূন কবির হাওলাদার বলেন, ‘ঠিকাদার ব্রিজের কাজ না করে বছরের পর বছর ফেলে রেখেছে। এতে দুর্ভোগে পড়েছে দুই উপজেলার অন্তত লক্ষাধিক মানুষ।  দ্রুত ব্রিজ নির্মাণ কাজ সমাপ্তির দাবি জানান তিনি। 

গাড়িচালক মো.. মজিবুর রহমান বলেন, ব্রিজ নির্মাণ না করায় খুব ভোগান্তির মধ্যে চলাচল করতে হচ্ছে। দ্রুত ব্রিজ নির্মাণের কাজ সমাপ্তির দাবি জানাচ্ছি।

সাব-ঠিকাদার মো. সগির হোসেন বলেন, ‘ব্রিজ নির্মাণ কাজ শুরু করেছি। আশা করি দ্রুত সময়ের মধ্যেই কাজ শেষ হবে।’ 

আমতলী উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী বলেন, ‘ঠিকাদার সগির হোসেনকে দ্রুত ব্রিজ নির্মাণের কাজ শেষ করতে বলা হয়েছে। দ্রুত কাজ না করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঠিকাদার ব্রিজ নির্মাণ কাজের বেশ টাকা উত্তোলন করে নিয়েছেন। তবে কত টাকা নিয়েছেন তা আমি জানি না। বরগুনা নির্বাহী প্রকেীশল অফিস ভালো জানেন।  

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘বিষয়টি আমি অবগত আছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্রিজ নির্মাণ কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে।’ 

বরগুনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান বলেন, ‘দীর্ঘদিন আড়পাঙ্গাশিয়া নদীর গাডার ব্রিজের কাজ বন্ধ আছে তা ঠিক কিন্তু বর্তমানে ঠিকাদার কাজ শুরু করেছেন। আশা করি এবার ব্রিজের কাজ শেষ হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা