রংপুর অফিস
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২৯ পিএম
ছবি: সংগৃহীত
তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে উত্তরের ৫ জেলায় টানা ৪৮ ঘন্টার আন্দোলন কর্মসূচি চলছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১ টায় তিস্তা নদীতে নেমে প্লাকার্ড প্রর্দশন কর্মসূচি পালন করেছে আন্দোলনকারীরা।
তিস্তা রেলসেতু লালমনিরহাট ও কাউনিয়া প্রান্তে হাজার হাজার মানুষ তিস্তা নদীর হাঁটু পানিতে নামেন। ভারতের পানি আগ্রাসন বন্ধ করা, মরুকররণ থেকে নদী রক্ষায় তিস্তা পানির ন্যায্য হিস্যা প্রদান এবং বন্যা ভাঙন থেকে তিস্তাপাড়ের মানুষকে রক্ষায় মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি সম্বলিক প্লাকার্ড প্রর্দশন করা হয়।
'তিস্তা নদী আমার মা, মরতে আমরা দিব না' জাগো বাহে তিস্তা বাঁচাইসহ নানা শ্লোগান দিতে থাকে।
এর আগে সকাল সাড়ে ১০টায় তিস্তা রেলসেতু লালমনিরহাট পয়েন্ট থেকে দিনের প্রথম কর্মসূচি পদযাত্রা শুরু হয়। তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলুর নেতৃত্বে পদযাত্রাটি তিস্তা সড়ক সেতু হয়ে তিস্তা রেলসেতু কাউনিয়া পয়েন্ট গিয়ে শেষ হয়।
উল্লেখ্য, কর্মসূচির দ্বিতীয় দিনে সমাবেশ, সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা কর্মসূচি পালন করা হবে। সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন।