× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগামী নির্বাচন শতভাগ নিরপেক্ষ হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৬ পিএম

আগামী নির্বাচন শতভাগ নিরপেক্ষ হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনে প্রিসাইডিং অফিসার কিংবা সহকারী প্রিসাইডিং অফিসারদের কোনো ভূমিকা থাকবে না। এটি শতভাগ নিরপেক্ষ নির্বাচন হবে। কেউ কোনো ধরনের সুবিধা পাবে না এই নির্বাচনে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রাজনীতিবিদরা শিক্ষকদের সম্মান দিতে চান না। শুধু নির্বাচন এলেই তাদের পেছনে ঘোরেন। বর্তমানে শিক্ষার প্রসার হয়েছে কিন্তু শিক্ষার মান বাড়েনি।’ এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘শিক্ষকদের সম্মান করতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের রুখে দাঁড়াতে হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শয়তান যতদিন থাকবে ততদিন অপারেশন ডেভিল হান্ট অভিযান চলবে।’ 

তিনি আরও বলেন, ‘কৃষি জমি যেন নষ্ট না হয় সেজন্য কৃষি সুরক্ষা আইন নতুন করে করা হচ্ছে। যেন কৃষি জমিতে যেন অন্যান্য কিছু না হয়। কোনো প্রজেক্ট নিলে যদি কৃষি জমির ওপরে বিল্ডিং করতে চায় আমি আজ পর্যন্ত একজনকেও দেই নাই।’

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামাল হোসেন মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতাউল গনি ওসমানী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের প্রফেসর ড. রসময় কীর্তনী, আন্তর্জাতিক ফারাক্কা বাঁধ কমিটির চেয়ারম্যান সৈয়দ টিপু সুলতান, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আ.ন.ম ইমরান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরনসহ শিক্ষার্থীদের অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা