× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হোসেনপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা পেল ৮ শতাধিক মানুষ

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৫২ পিএম

হোসেনপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা পেল ৮ শতাধিক মানুষ

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ভাষা শহীদদের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কুড়িমারা বাজারে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়। আলোকিত সামাজিক সংঘ ও পাঠাগারের আয়োজনে এ ক্যাম্পে আট শতাধিক দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।

সরেজমিনে মেডিকেল ক্যাম্পে রোগীদেরই ফ্রি চিকিৎসা নিতে সকাল থেকে লম্বা লাইন দেখা যায়। ক্যাম্পে চিকিৎসাসেবা দেন হরমোন, থাইরয়েড, ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মাজহারুল হক তানিম ও প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. শাহিন সুলতানা মিরা। 

সেবাপ্রাপ্তরা জানান, জেলা শহরের বিভিন্ন ক্লিনিকে তাদের চিকিৎসার সেবা ও টেস্টের জন্য অনেক টাকা খরচ হয়। তাদের অেনেকের পক্ষে সেখানে গিয়ে টাকা খরচ করে সেবা নেওয়া সম্ভব হয়না। তবে এই ক্যাম্পে তারা বিনামূল্যে চিকিৎসা, টেস্ট ও ওষুধ পেয়েছেন। দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক এই সেবা প্রদান করেন। তাদের খুবই উপকার হয়েছে। 

সন্তোষ প্রকাশ করে তারা বলেন, আলোকিত সামাজিক সংঘ ও পাঠাগারের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছি। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এ ধরনের উদ্যোগ যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে।

ফ্রি চিকিৎসাসেবা দিতে আসা ডা. মাজহারুল হক তানিম বলেন, ভাষা শহীদদের স্মরণে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি। এ ক্যাম্পের মাধ্যমে কয়েক শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা নিয়েছে। চিকিৎসার পাশাপাশি ওষুধও বিতরণ করা হয়েছে। 

অপর চিকিৎসক শাহিন সুলতানা মিরা বলেন, প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দাদের ফ্রি চিকিৎসা দিতে পেরে আমারা অত্যন্ত খুশি। নিয়মিত এরকম চিকিৎসার ব্যবস্থা করব। 

আলোকিত সামাজিক সংঘ ও পাঠাগারের সাধারণ সম্পাদক মাওলানা জুনায়েদ বলেন, ২০১০ সালে সংগঠনটির প্রতিষ্ঠা। প্রতিষ্ঠার পর থেকে আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে আসছি। ভাষা আন্দোলনের মাসে শহীদদের স্মরণে আজকে ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছি। ভবিষ্যতেও এ ধরনের কাজ অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা