× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাধবপুরে ৩ হাজার মানুষ পেল বিনামূল্যে চক্ষু সেবা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪৮ পিএম

মাধবপুরে ৩ হাজার মানুষ পেল বিনামূল্যে চক্ষু সেবা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সৈয়দ সঈদ উদ্দিন হাইস্কুল এন্ড কলেজে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত। এসময় ৩ হাজার নারী ও পুরুষ পেল বিনামূল্যে চিকিৎসা সেবা। এরমধ্যে পাঁচ শতাধিক অপারেশনের জন্য রোগী নির্বাচিত করা হয়। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় উপজেলার নোয়াপাড়ায় সৈয়দ সঈদ উদ্দিন হাইস্কুল এন্ড কলেজ মাঠে সায়হাম গ্রুপের সৌজন্যে ও সার্বিক সহযোগিতায় এবং জাতীয় অন্ধ কল্যাণ সমিতি মৌলভীবাজার শাখার উদ্যোগে এ চক্ষুশিবিরের আয়োজন করা হয়। 

মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সায়হাম গ্রুপের পরিচালক এসএফএএম শাহজাহানের সভাপতিত্বে চুক্ষশিবিরের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমরুল হাসান, সায়হাম গ্রুপের পরিচালক সৈয়দ একেএম সেলিম, জাতীয় অন্ধ কল্যাণ সমিতির আউটডোর সুপারভাইজার ডা. আব্দুল মান্নান। 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক পৌরমেয়র হাবিবুর রহমান মানিক, ইউপি চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ সোহেল, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, প্রেস ক্লাবের সাবেক আলাউদ্দিন আল রনি প্রমুখ।  

বক্তারা জানান সায়হাম গ্রুপ ১৯৮৭ সাল থেকে লায়ন্স ক্লাবের মাধ্যমের মাধবপুর আশপাশের ৬ টি উপজেলায় এই কার্যক্রম পরিচালনা করে আসছে। এযাবৎকাল পর্যন্ত প্রায় ৮০ হাজার চক্ষু রোগীদের প্রাথমিক চিকিৎসা সহ চোখে ছানী পড়া ৮ হাজার রোগীর চিকিৎসা দেওয়া হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা