× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লিফলেট বিতরণের অভিযোগে যুবলীগ নেতা আটক

খুলনা অফিস

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪৪ পিএম

আটক খায়রুল ইসলাম।

আটক খায়রুল ইসলাম।

খুলনায় সরকারবিরোধী লিফলেট বিতরণের অভিযোগে ওয়ার্ড যুবলীগ সদস্য খায়রুল ইসলামকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ৩টার দিকে নগরীর এপিসি স্কুল ডালমিল গলি থেকে তাকে আটক করা হয়। 

আটক খায়রুল ইসলাম খুলনা জেলা হকার্স ইউনিয়নের সভাপতি এবং ২৩ নম্বর ওয়ার্ড যুবলীগ সদস্য এবং ওই এলাকার খলিলুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচার চালানোর উদ্দেশ্যে একদল ব্যক্তি সরকারবিরোধী লিফলেট বিতরণ করছিল। অভিযোগ রয়েছে, বিভিন্ন পত্রিকার মধ্যে এসব লিফলেট গোপনে সরবরাহ করা হচ্ছিল, যা বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ষড়যন্ত্রের অংশ বলে ধারণা করা হচ্ছে।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তৈমুর ইসলাম বলেন, সোমবার সকালে পত্রিকার মধ্যে বিতরণের সময় লিফলেটসহ খায়রুল ইসলামকে আটক করা হয়। আটকের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয় এবং সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি কার নির্দেশে এই লিফলেট বিতরণ করছিলেন এবং এর নেপথ্যে কোনো সংঘবদ্ধ পরিকল্পনা রয়েছে কিনা জানার চেষ্টা চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা