× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাইক কিনতে শিশু অপহরণ, গ্রেপ্তার পাঁচ

খুলনা অফিস

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩৬ পিএম

বাইক কিনতে শিশু অপহরণ, গ্রেপ্তার পাঁচ

খুলনার দিঘলিয়া উপজেলায় অভিযান চালিয়ে মুক্তিপণের দাবিতে অপহৃত শিশু মো. অলিদকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী পাঁচ কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি অপহরণে ব্যবহৃত নম্বরবিহীন দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। একইদিন সন্ধ্যায় মোটরসাইকেলে করে জোরপূর্বক তাকে তুলে নিয়ে যাওয়া হয় অলিদকে। পরে একটি ফাঁকা মাঠে আটকে রেখে শিশুটির চাচার কাছে বিশ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

গ্রেপ্তাররা হলো- নাহিদ, ফয়সাল, আহাদ, হাসিব এবং বায়েজিদ।

ঘটনার পরপরই শিশুটির পরিবার বিষয়টি পুলিশকে জানালে, দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন নেতৃত্বে একটি দল দ্রুত অভিযান পরিচালনা করে। উপজেলার প্রতিটি খেয়াঘাটে পুলিশ মোতায়েন করা হয়, যাতে অপহরণকারীরা শিশুটিকে অন্য কোথাও নিতে না পারে। পুলিশের তৎপরতা টের পেয়ে অপহরণকারীরা ভুক্তভোগী শিশুটিকে আড়ুয়া ফাঁকা মাঠে ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ দ্রুত গিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে অভিযান চালিয়ে নম্বরবিহীন দুটি মোটরসাইকেলসহ পাঁচ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

ওসি এইচ এম শাহীন জানান, অপহরণকারীদের মধ্যে নাহিদ মোটরসাইকেল কেনার জন্য অর্থ সংগ্রহ করতে অপহরণের পরিকল্পনা করে এবং বাকিরা এতে যুক্ত হয়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে এবং অপহৃত শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

তিনি আরও জানান, এ ধরনের অপরাধ প্রতিরোধে এলাকাবাসীকে সচেতন হতে হবে এবং সন্দেহজনক কিছু ঘটলে দ্রুত পুলিশকে জানাতে হবে।

প্রবাসী পরিবারের শিশুপুত্রকে অপহরণের এ ঘটনা খুলনা জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশের কার্যকরী পদক্ষেপে শিশুটি দ্রুত উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরেছে পরিবার ও স্থানীয়দের মধ্যে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা