× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্রামীণ উন্নয়নে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মশালা

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩৩ পিএম

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪৪ পিএম

গ্রামীণ উন্নয়নে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মশালা

কৃষিক্ষেত্রে উৎকর্ষ সাধনের জন্য গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রামীণ উন্নয়ন বিভাগে মাস্টার অব সায়েন্স (এমএস) কোর্স চালুকরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে অনুষ্ঠিত হয়।

কোর্সটিতে গ্রামীণ উন্নয়নে বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সুযোগসমূহ দক্ষতার সাথে ব্যবহার করে দারিদ্র্যতা হ্রাস, টেকসই উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, গ্রামীণ অর্থনীতি, জলবায়ু পরিবর্তন ও অভিযোজন সর্বোপরি কৃষি উন্নয়ন ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর জিকেএম মোস্তাফিজুর রহমান। গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মো. রমিজ উদ্দিন মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- প্রো-উপাচার্য প্রফেসর এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর মো. সফিউল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন-  গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য, কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের শিক্ষকবৃন্দসহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রিত শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে কোর্সের ওপর একটি তথ্যবহুল প্রেজেন্টেশন দেন বিশ্ববিদ্যালয়ের গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রধান প্রফেসর মনজুরুল ইসলাম। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, কৃষকরাই আমাদের দেশের হার্ট, তাই কৃষকদের সার্বিক সমৃদ্ধির জন্য এ কোর্স একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। প্রতিটি শিক্ষক আন্তরিক হলে চালুকৃত কোর্স থেকে সফলতম ফলাফল পাওয়া সম্ভব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা