× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আওয়ামী লীগ জনগণ থেকে ধিক্কৃত হয়েছে : আরিফুল হক চৌধুরী

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩১ পিএম

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২২:০৮ পিএম

আওয়ামী লীগ জনগণ থেকে ধিক্কৃত হয়েছে : আরিফুল হক চৌধুরী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ জনগণ থেকে ধিক্কৃত। তারা আজ মুক্ত অবস্থায় সাধারণ জনগণের সামনে আসতে পারছে না। এর চেয়ে বড় শাস্তি আর কিছু হতে পারে না।

তিনি সোমবার (১৭ ফেব্রুয়ারি) মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, সংস্কারের কথা বলে সময় ক্ষেপণ না করে প্রয়োজনীয় সংস্কার শেষ করে অনতিবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য আশ্বস্ত করবে অন্তর্বর্তীকালীন সরকার, সেটা কামনা করছি। এখনও আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসর আমলারা সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনে রয়েছেন। তারা জায়গা পরিবর্তন করে এক জেলা থেকে অন্য জেলায় গেলেও আমরা আমাদের নেতাকর্মীদের মাধ্যমে সবকিছু রেকর্ডে রেখেছি। আমরা চাই ফ্যাসিস্ট সরকারের আমলারা যারা দালালি করেছেন, তাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।’

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল ওয়ালী সিদ্দিকী, মোয়াজ্জেম হোসেন মাতুক, বকশী মিছবাউর রহমান, ফখরুল ইসলাম, সুনীল কুমার দাস, সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা আয়াছ আহমদ, কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক রেদোয়ান খান প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা