× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঠিকাদারে ঠিকাদারে ঠোকাঠুকি

রাজশাহী অফিস

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২৬ পিএম

ঠিকাদারে ঠিকাদারে ঠোকাঠুকি

রাজশাহীতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে বিএনপিপন্থি ঠিকাদার ও তাদের সমর্থকদের দুই গ্রুপ পাল্টাপাল্টি মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

এ সময় তারা একে অপরকে পরোক্ষভাবে আওয়ামী লীগের দোসর উল্লেখ করে স্লোগান ও বক্তব্য দেন। তারা দাবি করেন, আওয়ামীপন্থি ঠিকাদাররা বিএনপিতে ঢুকে নতুন করে কাজ বাগানোর চেষ্টায় সোচ্চার। তাদেরকে প্রতিহত করা হবে। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সপুরা এলাকায় পাউবোর কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ দিন বেলা ১১টার দিকে মহানগর বিএনপির পদবঞ্চিত নেতা ও ঠিকাদার মো. হারুর নেতৃত্বে একদল ঠিকাদার ও যুবক পাউবোতে প্রবেশ করে। 

সাড়ে ১১টার দিকে একদল যুবক রাজশাহী মহানগর বিএনপির শাহমখদুম থানা ও চন্দ্রিমা থানার ব্যানারে মিছিল নিয়ে প্রবেশ করে। এ সময় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল। এরপর তারা শহীদ মিনারে সমাবেশ শেষে মিছিল নিয়ে অফিস প্রাঙ্গণ ত্যাগ করেন। 

বিএনপির পদধারী নেতারা দাবি করেন, এতদিন যারা বিভিন্ন অফিসে ঠিকাদারির নামে নানা সুযোগ-সুবিধা ভোগ করেছে, এখন তারা রূপ পাল্টে পদবঞ্চিত নেতাদের আশ্রয়ে আছে। তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। চন্দ্রিমা থানা বিএনপির সভাপতি ফাউজুল ইসলাম ফাই, সাধারণ সম্পাদক মো. জনি, শাহমখদুম থানা বিএনপির সভাপতি সুমন সরদার, সাধারণ সম্পাদক নাসিম খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। 

ওই গ্রুপ চলে যাওয়ার পর বিএনপির একাংশের নেতা মো. হারুর নেতৃত্বে পাউবো কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন হয়। সেখানে তারা দাবি করেন, এতদিন তারা নির্যাতিত ছিলেন। পাউবোর কিছু ঠিকাদার নানা অনিয়ম করলেও পার পেয়ে গেছেন। 

চন্দ্রিমা থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. জনি বলেন, গত ১৫ বছর যারা বিভিন্ন প্রতিষ্ঠানে ঠিকাদারির নামে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করেছে, তারা ৫ আগস্ট রাজনৈতিক পাটপরিবর্তনের পর বিএনপির ছত্রছায়ায় আসার চেষ্টা করছে। এরই মধ্যে বিএনপি থেকে যারা বহিষ্কৃত তাদের সঙ্গে আঁতাত করেছে। তারা আবারও প্রতিষ্ঠানগুলো দখলের পাঁয়তারা করছে। আমরা এসব নিয়ে সোচ্চার আছি। বিগত ১৫ বছর আমরা বঞ্চিত ছিলাম।

পাউবোর ঠিকাদার খন্দকার হাসান কবীর বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে গত ১৫ বছরে কিছু ঠিকাদারি প্রতিষ্ঠান এককভাবে কাজ করে গেছে। তারা জাল সনদ তৈরি করেছে। সেই সনদে কাজ পেতে নির্বাহী প্রকৌশলীদের চাপ প্রয়োগ করেছে। সরকারি ক্রয়সংক্রান্ত পিপিআরের সংশোধন না হলে এই ধারা অব্যাহত থাকবে। কাজেই পিপিআর সংশোধন জরুরি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা