ফেনী প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১১ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২২ পিএম
ছবি: সংগৃহীত
ফেনীতে কাভার্ডভ্যানের সঙ্গে শ্রমিকবোঝাই পিকআপের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে ফেনীর দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজিয়া মাদ্রাসা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নির্মাণ শ্রমিকদের (রাজ মিস্ত্রী) বহন করা একটি পিকআপ ফেনীর উদ্দেশে আসছিলেন। পরে মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজিয়া মাদ্রাসা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
ওসি হারুনুর রশিদ বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশসহ আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয়রা কয়েকজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছেন। এখন মহাসড়কের ঢাকামুখী লেনের একপাশে যানচলাচল করছে।