নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০২ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১২ পিএম
প্রতিবছরের ন্যায় এবারও কবি জীবনানন্দ দাশের ১২৬তম জন্মদিন উপলক্ষে তিন দিনের মেলার আয়োজন করেছে উত্তরণ সাংস্কৃতিক সংগঠন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ব্রজমোহন (বিএম) কলেজের মূল ভবনের মাঠে এ মেলার আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ শেখ মো. তাজুল ইসলাম মেলার উদ্বোধন করেন। বিএম কলেজ প্রাঙ্গণে আয়োজিত মেলা গতকাল থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। মেলায় দেশের ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্যের পাশাপাশি থাকছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদীপ প্রজ্বালন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উদ্বোধন শেষে অধ্যক্ষ বলেন, জীবনানন্দ দাশ এ কলেজের ছাত্র থেকে পরবর্তীতে অধ্যাপনা করেছেন। তার স্মৃতি এ কলেজের পরতে পরতে জড়িত। মনের টানেই কবি এ বাংলাতেই ফিরতে চেয়েছেন বারবার। তার কবিতায় আমাদের কাছে আজও অমর হয়ে আছেন কবি। মেলা উদযাপন পর্ষদের সদস্য সচিব জায়েদ ইবনে হারুন জানান, আশা করি, এসব আয়োজনের মাধ্যমে কবি জীবনানন্দ দাশ সম্পর্কে জানতে পারবে তরুণরা।