খুলনা অফিস
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৯ পিএম
প্রবা ফটো
খুলনার তেরখাদা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে আয়োজিত কর্মীসভায় এ ঘোষণা দেয়া হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলুর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু।
সভায় প্রধান অতিথি বলেন, ‘গত ৫ আগস্টের আগে দেশে গণতন্ত্র ছিল না, জনগণের ভোটাধিকার ছিল না, বরং স্বৈরশাসন ছিল। তবে গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ স্বৈরাচারকে দেশ ছাড়তে বাধ্য করেছে।’
তিনি আরও বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আবার ঘুরে দাঁড়াতে চায়।’
কর্মীসভায় বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির নেতা জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, এনামুল হক সজল, চন্দন, বশির মোল্যা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী কওসার আলী, সাধারণ সম্পাদক রবিউল হোসেন।
উপজেলা বিএনপির সদস্য সচিব এফ এম হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিতদের মধ্যে বক্তব্য দেন- মোল্যা মাহাবুবুর রহমান, মো. ইকরাম হোসেন, সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, এডভোকেট শহীদুল ইসলাম, শেখ ইউসুফ আলী, আবুল কালাম লস্কর, মিল্টন মুন্সি, মো. ইবাদুল হক শিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মীসভা শেষে জেলা বিএনপির নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে তেরখাদা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৩ আগস্ট তেরখাদা উপজেলা বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন তৎকালীন জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান ও সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পি।