বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৭ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫০ পিএম
আটক উজ্জলের স্ত্রী দিপনা রাণী বিশ্বাস ও ছোটভাই জন্টু বিশ্বাস। প্রবা ফটো
মৌলভীবাজারের বড়লেখায় পরকীয়ার জেরে স্ত্রী ও ছোট ভাই মিলে উজ্জল বিশ্বাস (৩০) নামে এক যুবককে শ্বাসরোধে হত্যার অভিযোগ ওঠেছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার তালিমপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম ঘটনাটি নিশ্চিত করেছেন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে অভিযুক্ত উজ্জলের স্ত্রী দিপনা রাণী বিশ্বাস (১৯) ও ছোটভাই জন্টু বিশ্বাসকে (২৫) আটক করেছে পুলিশ। নিহত উজ্জল তালিমপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের সুবোধ বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উজ্জলের স্ত্রী দিপনার সঙ্গে তার আপন ছোটভাই জন্টুর পরকীয়া চলছিল। বিষয়টি স্বামী জেনে ফেলায় তাদের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। একপর্যায়ে স্বামীকে হত্যার পরিকল্পনা করেন স্ত্রী ও তারই ছোটভাই। রবিবার মধ্যরাতে ঘুমন্ত অবস্থায় উজ্জল বিশ্বাসের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন তারা। পরে মরদেহ বাড়ি থেকে দূরের রাস্তার পাশে ফেলে দেয়। ঘটনাটি বুঝতে পেরে স্বজনরা রাতেই উজ্জলকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ভোরে রাস্তার পাশে উজ্জলের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্বজনরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী দিপনা ও ছোটভাই ঝন্টুকে আটক করে।
ওসি আব্দুল কাইয়ুম বলেন, ‘নিহতের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী ও ছোটভাইকে আটক করা হয়েছে। নিহত উজ্জলের বাবা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।’
অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান বলেন, ‘পুলিশ নিহতের স্ত্রী দিপনা রাণী ও ছোটভাই ঝন্টু বিশ্বাসকে আটক করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছেন।’