ভোলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৫ পিএম
ভোলা জেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। প্রবা ফটো
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এমন রাষ্ট্র তৈরি করব, যে রাষ্ট্রে আর কোনো দিন নিশিরাতের ভোট হবে না। সেই রাষ্ট্রে ভোটের আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো সংসদ সদস্য জিততে পারবে না।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ভোলা জেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন জনদাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জহির উদ্দিন স্বপন বলেন, অবাধ নির্বাচনের জন্য যে সংস্কার শুরু হবে, সেই সংস্কার নির্বাচিতরা সংসদে গিয়ে রাষ্ট্রকে মেরামত করবে।
তিনি আরও বলেন, ‘শহীদ নুরে আলম, রহিম, আবু সাঈদসহ হাজার হাজার শহীদদের হত্যাকারীদের দ্রুত বিচারের কাঠগড়ায় আনতে হবে। অন্তবর্তীকালীন সরকার এই বিচারের বিষয়ে কেন বিলম্ব করছে আমরা এই জনসভা থেকে তাদের কাছে প্রশ্ন রাখতে চাই।’
ভোলা জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে সমাবশে আরেও বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহীম, বরিশাল বিভাগের বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. হায়দার আলী লেলিন, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, সদর উপজেলার বিএনপির আহবায়ক আসিফ আলতাফ প্রমুখ।