হবিগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৮ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪১ পিএম
আটক ওই ট্রাক। প্রবা ফটো
হবিগঞ্জে পাচারের সময় ৪০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার চাইরগাঁও এলাকা থেকে এসব চিনি জব্দ করা হয়।
জেলা ডিবির উপ পরিদর্শক (এসআই) রিপন সিংহের নেতৃত্বে পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করে।
এসআই রিপন সিংহ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে একটি ট্রাক ভারতীয় অবৈধ চিনি পাচার হচ্ছে। এ ঘটনায় মহাসড়কের মিরপুর চেরাগ আলী এলাকায় একটি সন্দেহজনক মিনি ট্রাককে সিগনাল দেওয়া হয়। কিন্তু ট্রাকটি না থামিয়ে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া দিলে চাইরগাও আব্দাপুটিয়া এলাকা থেকে ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যান।’
তিনি আরও বলেন, ‘পরে তল্লাশি চালিয়ে ওই ট্রাকের বালুর নিচে বিশেষ পন্থায় লুকানো ভারতীয় ৪০ বস্তা চিনি পাওয়া যায়। এসব চিনি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে চোরাইপথে বাংলাদেশে আনা হয়। পরে ভারতীয় বস্তা পরিবর্তন করে পাচার করছিল চক্রটি।’
রিপন সিংহ আরও বলেন, ‘প্রতিটি বস্তায় ৫০ কেজি করে চিনি ছিল। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’