× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

রাতে কমিটি ঘোষণা, দুপুরে ২৮ জনের পদত্যাগ

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২৭ পিএম

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৭ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলনের পদত্যাগকারী ছাত্রদের একাংশ। প্রব ফটো

বৈষম্যবিরোধী আন্দোলনের পদত্যাগকারী ছাত্রদের একাংশ। প্রব ফটো

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে ২৮ জন পদত্যাগ করেছেন। একই সঙ্গে বহিরাগতদের মূল পদ থেকে বাদ দিয়ে নতুন কমিটি দিতে আল্টিমেটামও দিয়েছেন পদত্যাগকারীরা। তা না হলে তারাই আন্দোলনের সঙ্গে জড়িতদের নিয়ে নতুন কমিটি গঠন করার হুঁশিয়ারি দিয়েছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাব মিলনায়তনে পদত্যাগ ও আল্টিমেটামের বিষয়টি সংবাদ সম্মেলন করে জানায় বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্রদের একাংশ। পদত্যাগকারীদের মধ্যে যুগ্ম আহ্বায়ক আহমেদ রেজা হৃদয়, আব্দুল আজিজ, সাকিব হোসেন, শাহাদাত হোসেন শিপন, আহির চৌধুরী, এইচএম আজাদ, যুগ্ম সদস্যসচিব তৌহিদুল ইসলাম, কাজী আলমাস শান্ত, ইকরাম মাহমুদ ফাহাদ, মো. সুজন, নেওয়াজুল ইসলাম নয়ন, ইখতিয়ার আহমেদ ইনু, মো. আল-আমিন, রাকিবুল ইসলাম হৃদয়, আরমান হোসেন নোবেল, সদস্য মো. রাসেল, নওফেল আরাফ মৃদু, নাজমুল হোসেন, শাহ মোহাম্মদ আল-আমিন, মাহির জিসান সামিন, জাহাঙ্গীর রাজ দীপ্ত, রাকিবুল ইসলাম ও শাহেদ হোসেনসহ ২৮ জনের নাম দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কমিটিতে দায়িত্ব পাওয়া যুগ্ম আহ্বায়ক আবদুর রহিম আসাদ, যুগ্ম সদস্যসচিব মেহেদী হাসান নিরব, মেহেদী হাসান হাসিব ও মতিউর আরিফ।

বক্তারা বলেন, বহিরাগত কাউকেই আহ্বায়ক সদস্যসচিব, মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে রাখা যাবে না। নতুন কমিটির আহ্বায়ক আরমান হোসাইন নোয়াখালীর বাসিন্দা। সমন্বয়ক কমিটি হবে নিরপেক্ষ নির্দলীয়। এ কমিটি সবার মতামতের ভিত্তিতে করা উচিত ছিল। এ কমিটি হবে ছাত্রদের। কমিটিতে জেলার বাইরের লোককে আহ্বায়ক ও অধিকাংশ একটি সংগঠনের হবে, তা মেনে নেওয়া যায় না।

নতুন কমিটির আহ্বায়ক আরমান হোসেন বলেন, পদত্যাগকারী ও তাদের অভিযোগের বিষয়ে আপাতত কোনো বক্তব্য নেই। পরে এ নিয়ে গণমাধ্যমকে বিবৃতি দেওয়া হবে।

জানা গেছে, গত রবিবার রাতে ৬ মাসের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২৩৭ সদস্যবিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল। এতে লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী আরমান হোসেনকে আহ্বায়ক, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. শাহেদুর রহমান রাফিকে সদস্যসচিব, মুখ্য সংগঠক পদে রোকেয়া এন ইসলাম কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম মুরাদ ও মুখপাত্র পদে রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী মো. বায়েজিদ হোসাইনকে মনোনীত করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা