× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা পাড়ে জড়ো হচ্ছে মানুষ

রংপুর অফিস

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৫ পিএম

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৩ পিএম

তিস্তা পানি চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে স্মরণকালের বৃহৎকর্মসূচির কার্যক্রম শুরু হয়েছে। প্রবা ফটো

তিস্তা পানি চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে স্মরণকালের বৃহৎকর্মসূচির কার্যক্রম শুরু হয়েছে। প্রবা ফটো

তিস্তা পানি চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে স্মরণকালের বৃহৎ কর্মসূচির কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে রংপুর গঙ্গাচড়া উপজেলার মহিপুর, কাউনিয়ার তিস্তার চরে গিয়ে দেখা যায়, জনতার বিশাল মঞ্চ প্রস্তুত। ৪৮ ঘণ্টার এ কর্মসূচিতে বিভিন্ন এলাকা থেকে দলে দলে যোগ দিচ্ছেন মানুষজন। সবার মুখে এক স্লোগান ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’। মঞ্চ থেকে উপস্থিতিদের উৎসাহিত করছেন সঞ্চালকরা। অন্যদিকে দুপুরের খাবারের ব্যবস্থা করতে চলছে রান্না’র কাজ। কেউ পেঁয়াজ কাটছেন, কেউ বা চুলার হাঁড়ি সামলাচ্ছেন। উৎসব উৎসব আমেজ তৈরি হয়েছে তিস্তার চরগুলোতে।

কর্মসূচিতে যোগ দেয়া গঙ্গাচড়া এলাকার মোখলেছুর রহমান বলেন, তিস্তা নদীর শাসন না থাকার কারণে আমার বাপ-দাদারা সর্বশান্ত হয়েছেন। যার ফলে সারা জীবন কষ্ট করতে হয়েছে আমাদের। এই কষ্ট যেন আমাদের সন্তানদের না করতে হয় সে জন্যই আজ এই আন্দোলনে যোগ দিয়েছি। 

গঙ্গাচড়া বালাপাড়া এলাকার আব্দুল কাফী বলেন, হামার চরের কৃষকরা শুকনা মৌসুমে পানি পায় না। আবার বর্ষা মৌসুমে আবাদ করিবার পায় না। এমার কষ্ট তো কায়ো দ্যাকে না বাহে। আইজ মাথাত গামছা বান্ধিয়া নামছি। হামার অধিকার হামরা নিয়্যা বাড়ি যামো।

রংপুর নগরী থেকে আন্দোলনে যোগ দেয়া শরিফুল ইসলাম বলেন, আমার ছোট ভাইয়েরা উত্তরাঞ্চলে চাকরি না পেয়ে দীর্ঘদিন ধরে ঢাকায় থাকেন। বছরের দুই ঈদ ছাড়া তাদের সাথে দেখা হয় না। যদি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হয়, তবে উত্তরাঞ্চলে কলকারখানা তৈরির মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে। বলতে পারেন তাদের ফেরাতেই আজকে তিস্তা বাঁচাই আন্দোলনে আমার যোগ দেওয়া।  

উল্লেখ্য তিস্তা নদী বেষ্টিত উত্তরের লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধাসহ ৫ জেলার নদীর ১১টি পয়েন্টে টানা ৪৮ ঘণ্টা নানা কর্মসূচি পালন করা হবে। এতে সংহতি জানিয়ে স্কাইপের মাধ্যমে বক্তব্য দেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও আজ বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদুও যোগ দেবেন। তিস্তা মহাপরিকল্পনা জাতীয় দাবীতে পরিণত হওয়ায় বিএনপি’র সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের উপস্থিত থাকার কথা রয়েছে । 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা