দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২৮ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৪ পিএম
ব্যবসায়ী বাপন বনিক। ফাইল ফটো
ঢাকার নবাবগঞ্জ উপজেলার মহব্বতপুর এলাকা থেকে নিখোঁজ ব্যবসায়ী বাপন বনিককে রাজধানীর ওয়ারী থেকে উদ্ধার হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১১ টার দিকে তাকে উদ্ধার করা হয়। বাপনের ছোট ভাই আপন বনিক বিষয়টি নিশ্চিত করেছেন।
বাপনের মামাতো ভাই রিংকু দ্ত্ত জানান, রবিবার রাত এগারোটার দিকে বাপনের শশুরবাড়ির লোকজন ওয়ারী থেকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা জানিয়েছেন, হয়ত তিনি অজ্ঞান পার্টির কবলে পড়েছিলেন।
এর আগে গত বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে নিজের প্রতিষ্ঠানের জন্য মালামাল কিনতে ঢাকায় যান বাপন। ওই দিন বিকাল গড়িয়ে রাত হলেও তিনি বাসায় ফিরেননি। পরে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।
এরপর আত্মীয়-স্বজন অনেকের কাছে খোঁজ করেও তাকে পায়নি পরিবার। পরদিন বৃহস্পতিবার সকালে বাপন বনিকের ছোট ভাই আপন বনিক স্থানীয় নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।