× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রেন ভ্রমণে মানা হচ্ছে না বিধিনিষেধ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২০ পিএম

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২৮ পিএম

ট্রেনে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে যাত্রীরা। ছবি: সংগৃহীত

ট্রেনে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে যাত্রীরা। ছবি: সংগৃহীত

ঢাকা-চিটাগাং, ঢাকা-সিলেট, ভৈরব-ময়মনসিংহ রেলপথে ঝুঁকিপূর্ণ ট্রেন ভ্রমণ রোধে নিষেধ মানছেন না যাত্রী ও চালকরা। রেলওয়ে কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ ভ্রমণ না করতে বিভিন্ন রকমের প্রচার-প্রচারণা চালালেও তার বাস্তবায়ন নেই। 

বিনা টিকিটে রেল ভ্রমণ, ট্রেনের ছাদে, ইঞ্জিনে, দুই বগির সংযোগস্থল ও দরজার হাতলে ঝুলে, ট্রেনে পাথর নিক্ষেপ থেকে বিরত থাকার জন্য যাত্রী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান ভৈরব রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ। 

রেল পারাপারে ওভার ব্রিজ ব্যবহার করতেও যাত্রীদের প্রতি অনুরোধ জানানো হয়। স্টেশনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে প্লাটফরমে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে ডাস্টবিনে ফেলতে প্লাটফর্মের দোকানি ও যাত্রীদের উদ্দেশে আহ্বান জানান রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাঈদ আহমেদ। উল্লিখিত বিষয়গুলো বাস্তবায়নে প্রায়ই স্টেশনে যাত্রী ও স্থানীয়দের নিয়ে সচেতনমূলক আলোচনা সভা করছেন রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ।

ট্রেনের ছাদে ওঠে যাত্রীরা পারাপার হচ্ছে। ছবি: সংগৃহীত

নাম প্রকাশে অনিচ্ছুক রেল কর্মচারী বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে ট্রেনের ইঞ্জিনের ভেতরেও যাত্রীদের ভ্রমণ করতে দেখা যায়। রেল পুলিশ ও নিরাপত্তা বাহিনীর চেষ্টায় ট্রেনের ছাদে ভ্রমণ কিছুটা কমলেও ইঞ্জিনের ভেতরে বসিয়ে যাত্রী নেওয়া থেকে বিরত করা যাচ্ছে না চালকদের। ইঞ্জিনের ভেতর বসিয়ে নেওয়া পুরো ট্রেনের জন্যই মারাত্মক ঝুঁকিপূর্ণ। কিছু অসাধু চালক তারা বাড়তি আয়ের জন্যই এমনটা করছেন। প্রায়ই দেখা যায় ভৈরব স্টেশনে ইঞ্জিন থেকে যাত্রী নামাতে গিয়ে রেল পুলিশের সঙ্গে চালকদের বাকবিতন্ডা হতে। বিরতিহীন স্টেশনগুলোতে চালকরা ট্রেনকে ধীরগতি করে যাত্রী নামাতে গিয়ে কোনো কোনো যাত্রী ট্রেনে কাটা পড়ে মারা গেছে। 

ভৈরব রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনর ছাদে, বাফারে ও ইঞ্জিনে ভ্রমণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যাত্রীরা ঝুঁকিপূর্ণ ভ্রমণ করতে গিয়ে অনেক সময় ট্রেনের নিচে কাটা পড়ে মারা যাচ্ছে। ছাদে ভ্রমণ করতে গিয়ে ছিনতাইকারীদের কবলে পড়তে হয় যাত্রীদের। বিনা টিকিটে ছাদে ভ্রমণ করায় সরকার বঞ্চিত হয় রাজস্ব থেকে। এ সকল অবৈধ ভ্রমণ রোধে যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে রেল মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক রেলওয়ে প্রশাসন নিয়মিত এ অভিযান চালিয়ে যাচ্ছে। রেল কর্তৃপক্ষের অভিযানের ফলে যাত্রী সাধারণ ঝুঁকিপূর্ণ ভ্রমণে নিরুৎসাহিত হবে। আর ছাদে ভ্রমণ রোধ করা গেলে বাড়বে রেলওয়ের রাজস্ব আয়।


ঝুঁকিপূর্ণ জায়গায় বসা ট্রেন যাত্রীরা। ছবি: সংগৃহীত

যাত্রীরা জানান, ট্রেনের কামরার ভেতরে অতিরিক্ত যাত্রী থাকায় বাধ্য হয়ে ট্রেনের ছাদে ভ্রমণ করতে হয়েছে। টিকিট স্বল্পতার কারণে অনেক সময় টিকিট কাটাও সম্ভব হয় না। বাধ্য হয়ে ট্রেনের ছাদে ভ্রমণ করতে হচ্ছে। ছাদে ভ্রমণ ঝুঁকিপূর্ণ ও অবৈধ এখন জানতে পারলাম। ভবিষ্যতে আমরা আর কখনো ট্রেনের ছাদে বা ঝুঁকিপূর্ণ ভ্রমণ করব না।

ওসি মো. সাঈদ আহমেদ বলেন, যাত্রীদের নিরাপত্তা দিতে রেলওয়ে পুলিশ ২৪ ঘণ্টা প্লাটফর্মে ডিউটি করছে। যাত্রীদের কোনো অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযোগের ভিত্তিতে চুরি বা ছিনতাই হওয়া মালামাল উদ্ধার এবং দুষ্কৃতকারীদেরকে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ‘ট্রেন ভ্রমণের সময় যাত্রীদেরও সচেতন হতে হবে। স্টেশনে অপরাধমূলক কর্মকাণ্ডে যাত্রীদের তাৎক্ষণিক কোনো অভিযোগ পেলে অপরাধীদের আইনের আওতায় নেওয়া সম্ভব। যাত্রীদের নিরাপত্তা দিতে প্লাটফরমে পুলিশের একটি বুথ রয়েছে। সেখানে ২৪ ঘণ্টা পুলিশ তাদের দায়িত্ব পালন করছে।’

রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ইনচার্জ হাসান মোহাম্মদ বলেন, ‘ঝুঁকিপূর্ণ ভ্রমণ রোধে আমরা অভিযান পরিচালনা করে আসছি। ছাদে, ইঞ্জিনে, বাফারে করে ভ্রমণ যারা করছে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছি। তবে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। অভিযানের কারণে যাত্রীদের ঝুঁকিপূর্ণ ভ্রমণ অনেকটাই কমে এসেছে।’

স্টেশন মাস্টার মোহাম্মদ ইউছুফ বলেন, ‘যাত্রীদের স্বাচ্ছন্দ্যে রেল ভ্রমণ নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয় কর্তৃক আদেশ- নির্দেশ রয়েছে। ভৈরব স্টেশনের ওপর দিয়ে প্রতিদিন ৩২ জোড়া ট্রেন চলাচল করে। ট্রেন আসার আগ মুহূর্তে আমরা যাত্রীদের উদ্দেশে মাইকিং করে জানিয়ে দেই তারা যেন রেল পারাপারে ওভার ব্রিজ ব্যবহার করতে। চলন্ত অবস্থায় ট্রেনে উঠা নামা যেন না করেন। বিনা টিকিটে ভ্রমণকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টে জরিমানাসহ দ্বিগুণ ভাড়া আদায়সহ আইনানুগ ব্যবস্থাও নেওয়া হচ্ছে। যাত্রীদের নিরাপদ ভ্রমণই রেল কর্তৃপক্ষের লক্ষ্য।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা