মুন্সিগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১৬ পিএম
প্রবা ফটো
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের বেঁজগাও কবরস্থান থেকে ছয়টি কবর খুঁড়ে কঙ্কাল চুরি হয়েছে। এর দুদিন আগে একই স্থান থেকে ৫ টি কবর খুঁড়ে কঙ্কাল চুরি হয়।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে এ কঙ্কাল চুরির ঘটনা ঘটে। অজ্ঞতানামা কবরের কঙ্কালের আংশিক অংশ চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
বেঁজগাও কবরস্থান মসজিদ ও মাদ্রাসার সভাপতি আবুল কালাম কানন জানান, দুই আগে এই কবরস্থান থেকে কঙ্কাল চুরি হয়েছিল। তখন আমারা থানায় জিডি করেছিলাম। আজ সকালে ইমামের ফোন পেয়ে এসে দেখি কবরস্থানের ছয়টি কবর খুঁড়ে কঙ্কাল গুলোর আংশিক অংশ চুরি করে নিয়ে গেছে।
এ বিষয়ে শ্রীনগর থানার ওসি মো. শাকিল আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।