রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৯ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২১ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ২০টি ঘরে ভাঙচুর-লুটপাট। প্রবা ফটো
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ২০টি ঘরে ভাঙচুর করে দরজা-জানালা লুটপাট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকার আশ্রয়ণ প্রকল্পে এ ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
এ ঘটনায় শুক্রবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) তারিকুল আলম, যৌথ বাহিনী সদস্য ও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশ বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার সরকারি এ আশ্রয়ণ প্রকল্পে ২০টি ঘর নির্মাণ করা হয়। শুক্রবার রাত ৩টার দিকে একদল দুর্বৃত্ত দেশিয় অস্ত্র নিয়ে আশ্রয়ণ প্রকল্পের ২০টি ঘরে হামলা-ভাঙচুর চালাতে থাকে। এর আগে প্রকল্পের বাসিন্দাদের সবাইকে বাড়ি থেকে বের দেয় দুর্বৃত্তরা। পরে মধ্য রাত থেকে শুক্রবার দুপুর ১টা পর্যন্ত প্রায় ১০ ঘণ্টা ধরে ভাঙচুর ও লুটপাট চালায় তারা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল আলম বলেন, ‘আমি শুক্রবার ভোর সকালের দিকে ভাঙচুর ও লুটপাটের খবর পাই। পরে স্থানীয় ক্যাম্পের সেনা সদস্য ও পুলিশ সদস্যদের নিয়ে দুপুরের দিকে ঘটনাস্থলে যাই। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তবে এ ঘটনা এখনও পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে লুটপাট ও ভাঙচুরের পর ভুক্তভোগী পরিবারগুলো সেখানে বসবাস নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এতে আতঙ্কে তারা মুখ খুলছেন না। এ ঘটনার পর প্রকল্পের বাসিন্দাদের বেশিরভাগই ঘর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন।