× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনায় ডেভিল হান্ট অভিযানে আটক ১৮

খুলনা অফিস

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৭ পিএম

প্রতীকী ফটো

প্রতীকী ফটো

খুলনা মহানগরীতে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জনকে আটক করা হয়েছে। মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আহসান হাবিব এ তথ্য জানিয়েছেন।

আটকরা হলেন- আড়ংঘাটা গাইকুড় ঝাউতলার মো. রানা চৌধুরী, বাগমারা এলাকার রফিকুল ইসলাম পলাশ, হাজী মহাসিন রোডের বেল্লাল হোসেন, মিয়াপাড়া এলাকার হাবিবুর রহমান মিনা, মিয়াপাড়ার লতিফুন্নেছা, রুপসাঘাট এলাকার মো. রেজাউল করিম, বানিয়াখামার এলাকার মো. রফিক, লবণচরা সাচিবুনিয়া সরদার বাড়ি এলাকার নারায়ণ চন্দ্র সরকার, বয়রা বাজার এলাকার শেখ আরিফউল্লাহ, শেখপাড়া লোহাপট্টি এলাকার মো. এস. এম. পান্না সরদার, দৌলতপুর আঞ্জুমান রোডের মো. সোহাগ ফরাজী, আঞ্জুমান রোডের মো. শুকুর আলী, মোহাম্মদনগর তকিম সড়কের মারুফ আহম্মেদ সুজন, আড়ংঘাটা গাইকুড়ের মো. সোহাগ শেখ, শিরোমণি পশ্চিম পাড়ার শেখ সামছুর রহমান, খালিশপুর নিউজপ্রিন্ট গেটের মোস্তফা শিকদার মোস্ত বাউল, খালিশপুর পিপলস কলোনীর মরিয়ম বেগম ও আলতাপগোল লেনের সোহাগ দেওয়ান।

উপ পুলিশ কমিশনার আহসান হাবিব জানান, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। অস্ত্রধারী সন্ত্রাসী, হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধে জড়িত কুখ্যাত আসামিদের আটকের লক্ষ্যে এই অভিযান অব্যাহত থাকবে। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা