ভোলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৭ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১০ পিএম
আটক ভুয়া ম্যাজিস্ট্রেট ও তার দুই সহযোগী। প্রবা ফটো
ভোলায় একজন ভুয়া ম্যাজিস্ট্রেট ও তার দুই সহযোগীসহ তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ।
আটকরা হলেন- ভুয়া ম্যাজিস্ট্রেট মো. আফরান শুভ, ভুয়া আনসার সদস্য মো. হারুন অর রশিদ ও গাড়ী চালক মো. বাবুল হাওলাদার।
জানা গেছে, এদের মধ্যে শুভর বাড়ি মনপুরা ও বাকি দু’জন বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ম্যাজিস্ট্রেট পরিচয়ে মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত একটি পোস্ট দেখেন ডিবি পুলিশের একটি টিম। পরে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ভোলার বোরহানউদ্দিন ও লালমোহন উপজেলা থেকে ভুয়া ম্যাজিস্ট্রেটসহ ওই দু’জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোবাইল কোর্ট পরিচালনার একটি ভুয়া অনুমতিপত্র, আইডি কার্ড ও জরিমানা করার কাগজপত্র উদ্ধার করা হয়।’