× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদ্রাসাছাত্রদের খাবার খাইয়ে ভালোবাসা দিবস উদযাপন যুবকের

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৮ পিএম

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৬ পিএম

শতাধিক মাদ্রাসা শিক্ষার্থীদের খাবার খাইয়ে ভালোবাসা দিবস উদযাপন যুবকের। প্রবা ফটো

শতাধিক মাদ্রাসা শিক্ষার্থীদের খাবার খাইয়ে ভালোবাসা দিবস উদযাপন যুবকের। প্রবা ফটো

বিশ্ব ভালোবাসা দিবসে যখন সবাই তাদের আপনজনদের সঙ্গে সময় কাটান, তখন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ভালোকুটিয়া গ্রামের পাভেল প্রামানিক। এ দিবসের আনন্দ একা উপভোগ না করে শতাধিক এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করেন তিনি

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর উপজেলার গোবিন্দাসী কবরস্থান নূরানী হাফেজিয়া আদর্শ মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীর জন্য এ ভোজের আয়োজন করা হয়। পোলাও, গরুর মাংস, বুটের ডাল, ডিম ও দইসহ উন্নত খাবারের ব্যবস্থা করেন তিনি।

শুধু খাবার পরিবেশনই নয়, পাভেল প্রামানিক শিক্ষার্থীদের সঙ্গে জুমার নামাজ আদায় করেন এবং পরে নিজ হাতে খাবার পরিবেশন করেন। শিশুদের মুখে হাসি ফুটিয়ে ভালোবাসা দিবস উদযাপন করাকেই তিনি আনন্দের সত্যিকার রূপ হিসেবে দেখেন।

মাদ্রাসার শিক্ষার্থীরা বলেন, আমরা অনেক আনন্দ পেয়েছি, এমন খাবার সব সময় পাই না। পাভেল ভাই আমাদের সঙ্গে সময় কাটিয়েছেন, এতে আমরা খুব খুশি।

উদ্যোক্তা পাভেল প্রামানিক বলেন, ভালোবাসা মানে কেবল বিশেষ একজনের প্রতি অনুভূতি নয়, ভালোবাসা মানে মানবিকতা ও সহমর্মিতা। এই শিশুদের মুখে হাসি ফোটানোর মাধ্যমে ভালোবাসা দিবস উদযাপন করাটাই আমার কাছে সবচেয়ে আনন্দের।

গোবিন্দাসী কবরস্থান নূরানী হাফেজিয়া আদর্শ মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মো. জাহিদুল ইসলাম বলেন, এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সমাজের অন্যদেরও উচিত এভাবে এগিয়ে আসা, যাতে অসহায় শিশুরা ভালোবাসা ও সহানুভূতি পায়।

ভালোবাসা দিবস মানে কেবল নিজের প্রিয়জনকে সময় দেওয়া নয়, বরং সমাজের অবহেলিত মানুষদের পাশে দাঁড়ানোও ভালোবাসার এক অনন্য রূপ। পাভেল প্রামানিকের এ উদ্যোগ নিঃসন্দেহে সমাজে ইতিবাচক বার্তা দেবে এবং অন্যদেরও মানবতার সেবায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা