ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৭ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৩ পিএম
দীর্ঘ ৯ বছর পর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির ১০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ছবি: সংগৃহীত
দীর্ঘ ৯ বছর পর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির ১০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম এনায়েতুল্লাহ কালাম এবং যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের স্বাক্ষরে এই কমিটি ঘোষণা হয়।
কমিটিতে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুকে আহ্বায়ক এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বর্তমান ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আমিরুল ইসলাম ভূঁইয়া মনিকে সদস্য সচিব করা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার রাতে নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়ার পরপরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেন।
কমিটি ঘোষণার পর দলীয় নেতাকর্মীরা জানান, গত ১৭ বছর স্বৈরাচার আওয়ামী লীগের শাসনামলে উপজেলা বিএনপির শতশত নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে ঈশ্বরগঞ্জের বিএনপিকে টিকিয়ে রেখেছেন লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
সর্বশেষ ২০২৪ সালের ৩০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আর্থিক সহায়তা করার অভিযোগে সিটিটিসির (পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) একটি দল তাকে তার গুলশানের বাসা থেকে তুলে ‘আয়নাঘরে’ নিয়ে যায়। সেখানে ৫ দিন আটক রেখে তার ওপর চালানো হয় নির্যাতন। গুরুতর অসুস্থ হলেও তার চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। পরে ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট স্বৈরাচারের পতন হলে তিনি ছাড়া পান। তিনি শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, একজন মানবিক মানুষ। হাজারও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। তাই মাজেদ বাবুকে আহ্বায়ক করায় বিএনপির নেতাকর্মীসহ সাধারণ জনগণ উচ্ছ্বসিত।
নবগঠিত কমিটির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, বেশ কিছুদিন ধরে কমিটি নিয়ে উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আগ্রহ উদ্দীপনা বিরাজ করছিল। প্রকাশিত কমিটিতে সকল নেতাকর্মীর প্রত্যাশা পূরণ হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করে তুলবে এ নতুন কমিটি।
অপরদিকে একই সময়ে ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির ৮৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সেই কমিটিতে সাইদুল হককে আহ্বায়ক ও নুরে আলম জিকুকে সদস্য সচিব করা হয়েছে।