গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪৯ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৫২ পিএম
ছবি : সংগৃহীত
গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমার শুরু হয়েছে বৃহস্পতিবার বাদ আছর আম বয়ানের মাধ্যমে। ইজতেমার এ পর্বে অংশ নিয়েছেন নিজাম উদ্দিন মারকাজের তাবলীগের সাথিরা।
ফজরের নামাজের পর বয়ান করছেন মাওলানা আব্দুস সাত্তার (নিজামুদ্দিন)। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দেড়টার দিকে অনুষ্ঠিত হয়েছে বৃহত্তম জুমার নামাজ। জুমার নামাজে ইমামতি করেছেন মাওলানা সাদ কান্দলভির বড় ছেলে ইউসুফ বিন সাদ। ইজতেমা উপলক্ষে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মুসল্লিদের সুবিধার্থে নানা ধরনের উদ্যোগ নিয়েছে প্রশাসন।
ইজতেমার মিডিয়া সমন্বয়ক মো. সায়েম বলেন, ‘মূল ময়দানে আলহামদুলিল্লাহ মুসল্লিদের পরিপূর্ণ। সারা দেশ থেকে আগত মুসল্লিরা তাদের নির্ধারিত খিত্তায় এসে অবস্থান করছেন। এছাড়া আসছেন সহস্রাধিক বিদেশি মুসল্লি। মূল ইজতেমা ময়দানকে ৮৫ টি খিত্তায় ভাগ করা হয়েছে।’
তিনি বলেন, ‘ইজতেমার প্রথম দিন বাদ ফজর বয়ান করেন মাওলানা আব্দুস সাত্তার (নিজামুদ্দিন)। সকাল ১০টা ৩০ মিনিটে বিভিন্ন খিত্তায় খিত্তায় শুরু হয় তালিম। ময়দানের পূর্ব উত্তর কোণে টিনশেডে ব্যবসায়ী, সরকারি- বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, বুদ্ধিজীবীদের উদ্দেশে বয়ান হবে। নামাজের মিম্বারে কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের, বয়ান মিম্বারে বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং ময়দানর পশ্চিম পাশে টিনশেডে বধির ব্যক্তিদের উদ্দেশ্যে বয়ান হবে।’
এছাড়া ইজতেমার ময়দানে দুপুর ১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়েছে সর্ববৃহৎ জুমার নামাজ। এ নামাজ পরিচালনা করেছেন ভারতের মাওলানা সাদ কান্দলভির বড় ছেলে ইউসুফ। বাদ আছর বয়ান করবেন হাফেজ মনজুর সাহেব (নিজামুদ্দিন)। বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা জামশেদ সাহেব (নিজামুদ্দিন)।
এক মুসল্লির মৃত্যু
ইজতেমায় যোগ দিতে এসে অসুস্থ হয়ে এক মুসল্লির মৃত্যু হয়েছে। মৃত দিদার তরফদার খুলনা জেলার বাঙ্গালগলি গ্রামের তৈয়ব আলী তরফদারের ছেলে।
জানা গেছে, রাত ১টা ১০ মিনিটে ৪১ নম্বর খিত্তায় খুলনা থেকে আগত মুসল্লি দিদার তরফদার শ্বাসকষ্ট জনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। তাকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
ইজতেমায় আগত মুসল্লিদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, স্বাস্থ্য অধিদপ্তর, র্যাব ব্যাটালিয়নসহ নানা প্রতিষ্ঠান রোগীদের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, ইজতেমা আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ, জেলা ও নগর প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা প্রস্তুতি। ৫ স্তরের নিরাপত্তার অধীনে পুলিশের ৬ হাজার ৮০০ সদস্যের পাশাপাশি স্বেচ্ছাসেবী মুসুল্লিরাও দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার বাদ আছর শুরু হওয়া তিনদিনব্যাপী নিজামুদ্দিন মারকাজ তথা ওই মারকাজের শীর্ষ মুরুব্বি সাদ কান্ধলভির অনুসারীদের ইজতেমা আগামী রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হবে।