হবিগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪৯ পিএম
গাজীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদ, রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা এবং খুনিদের ফাঁসির দাবিতে হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচিকে তারা ‘হবিগঞ্জ ব্লকেড’ নামে অভিহিত করেছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত শহরের টাউন হলের সামনে প্রধান সড়ক অবরোধ করে তারা এ কর্মসূচি পালন করেন। কর্মসুচিতে জেলার বিভিন্ন উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা অংশ গ্রহন করেন।
এ সময় আয়োজিত সভায় বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতা মাহদি হাসান, আশরাফুল ইসলাম সুজন, আরিফুল ইসলাম, রাসেল আহমেদ, আরিফ তালুকদার, স্বর্ণা কানু পূর্ণতা, মিনহাজ উল মাহবুব রাফী, তাসলিমা ইসলাম, শামীম আহমেদ, তানজিলা ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, হবিগঞ্জে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ১৬ জনকে হত্যা করা হয়েছে। অথচ সেই হামলায় জড়িতরা আজ প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। হত্যাকারীদের এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে পুলিশ ও প্রশাসনের কোনো দৃশ্যমান অভিযান পরিচালিত হচ্ছে না। অবিলম্বে এসকল হত্যাকারী সহ ফ্যাসিবাদীর দোসরদের গ্রেপ্তার করা না হলে হবিগঞ্জের ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।