রংপুর অফিস
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫৮ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০৮ পিএম
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরে আওয়ামী লীগের হামলায় আহত কাশেমের মৃত্যুর ঘটনায় রংপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা ও মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। বিক্ষোভকারীরা ঘটনার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাব চত্বরে গিয়ে সমাবেশ করে। এতে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক ইমরান আহমেদ, সদস্যসচিব ডা. আসফাক আহমেদ, মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ, মুখ্য সংগঠক নাহিদ খন্দকার প্রমুখ।
বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত ১৬ বছর সাধারণ মানুষের ওপর নির্যাতন করেছে। জুলাই আন্দোলনে নির্বিচারে সাধারণ শিক্ষার্থীসহ মানুষের ওপর গুলি চালিয়েছে। এতে তারা রাজনীতি করার অধিকার হারিয়েছে। এত মানুষকে হত্যা করেও ফ্যাসিস্ট আওয়ামী লীগের তিল পরিমাণ অনুশোচনা হয়নি। তারা আবারও আমাদের ওপর হামলা চালানোর চেষ্টা চালিয়েই যাচ্ছে। তারা বলেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকাকালীনও খুনি হাসিনার আওয়ামী লীগ মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। তারা গাজীপুরে আমাদের সহযোদ্ধা কাশেমকে হত্যা করেছে।