× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাগড়াছড়ি জেলারকে তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখলেন কারারক্ষীরা

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫০ পিএম

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫৭ পিএম

খাগড়াছড়ি জেলারকে তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখলেন কারারক্ষীরা

খাগড়াছড়ি জেলা কারাগারের জেলার আকতার হোসেন শেখকে তিন ঘণ্টার বেশি সময় ধরে কারাগারের ফটকে আটক রেখেছিলেন কারারক্ষীরা। অনৈতিকভাবে তিন কারারক্ষীকে বদলিসহ নানা অনিয়মের অভিযোগ তুলে তাকে অবরুদ্ধ করেন কারারক্ষীরা।

বদলিজনিত কারণে খাগড়াছড়ি জেলা কারাগারে এদিনই ছিল তার শেষ কর্মদিবস।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে খাগড়াছড়ি সিনিয়র ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেল সুপার শাহিন মিয়া আন্দোলনরত কারারক্ষীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করেন। আন্দোলনরত কারারক্ষীরা ডিউটি থেকে বিরত থাকেন এবং তাদের কাছ থেকে অস্ত্র জমা নিয়ে নেন। 

নবাগত জেলার মঞ্জুরুল ইসলাম জানান, সকালের দিকে জেলার আকতার হোসেন শেখ বদলিজনিত কারণে খাগড়াছড়ি কারাগারের দায়িত্ব হস্তান্তর করেন। হঠাৎ করে দুপুরের দিকে কারাফটকে কয়েকজন কারারক্ষী আন্দোলন শুরু করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আন্দোলনরত কারারক্ষীদের সঙ্গে তাদের দাবিদাওয়া সম্পর্কে জানতে বৈঠক করেন জেলা প্রশাসকের প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। আন্দোলনকারীদের দাবি, তাদের হয়রানিমূলক বদলির আদেশ প্রত্যাহার করে প্রয়োজনে বিভাগীয় বদলি করা হক। পরে দায়িত্ব হস্তান্তর শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফের সহযোগিতায় জেলার আকতার হোসেনকে উদ্ধার করে বাইরে পাঠানো হয়। তবে এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কোনো কথা বলতে রাজি হননি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা