× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাঙ্গায় গৃহবধূকে সংঘবদ্ধধর্ষণ, গ্রেপ্তার ৪

ফরিদপুর প্রতিবেদক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৩ পিএম

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০২ পিএম

ভাঙ্গা থানা। ছবি : সংগৃহীত

ভাঙ্গা থানা। ছবি : সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় এক গৃহবধূকে সংঘবদ্ধধর্ষণ অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোকছেদুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন- ভাঙ্গা উপজেলা আলগী ইউনিয়নের আউড়াকান্দা গ্রামের বাসিন্দা সাইদুল মাতুব্বর, ফরিদ মাতুব্বর, সাদ্দাম মাতুব্বর এবং পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার ঝাটুকদিয়া গ্রামের বাসিন্দা নাসির খাঁন।

গত ৩০ জানুয়ারি সন্ধ্যায় ওই গৃহবধূ তার নিজবাড়ি থেকে ভাঙ্গা উপজেলায় আসার পথে সংঘবদ্ধধর্ষণের শিকার হন।

মামলা সূত্রে জানা গেছে, গত ৩০ জানুয়ারি সন্ধ্যায় ওই গৃহবধূ তার গ্রামের বাড়ি ভাঙ্গায় ফুফু বাড়ি আসছিলেন। পথে ভাঙ্গা উপজেলার আউড়াকান্দা বাসস্ট্যান্ডে নামার পর স্থানীয় ৫ জন যুবক তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর ওই গৃহবধূকে সংঘবদ্ধধর্ষণ করা হয়। পরে ভোর হলে গৃহবধূকে অচেতন অবস্থায় ফেলে রেখে ওই ৫ যুবক পালিয়ে যায়। পরে ৩১ জানুয়ারি সকালে ওই গৃহবধূর চেতনা ফিরলে সে তার স্বামীর বাড়ি চলে যায়। সেখান থেকে পরদিন (১ ফেব্রুয়ারি) ফুফু বাড়িতে গিয়ে ঘটনার বিস্তারিত বলেন। এর পর স্বামী ও পরিবারের সঙ্গে আলোচনা সাপেক্ষে বুধবার দুপুরে (১২ ফেব্রুয়ারি) ভাঙ্গা থানায় গৃহবধূ নিজে সংঘবদ্ধধর্ষণের অভিযোগ করেন। অভিযোগ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোকছেদুর রহমান বলেন, ‘ভুক্তভোগী নিজে বাদী হয়ে থানায় সংঘবদ্ধধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। সেই অভিযোগটি পাওয়ার পর পরই পুলিশ অভিযানে যায় এবং এর সঙ্গে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করে। বর্তমানে মেডিকেল পরীক্ষার জন্য গৃহবধূকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি একজন আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা