রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২৩ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২৭ পিএম
রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হারুন অর রশীদ হারুনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. কামরুল আলম।
এতে বলা হয়, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হারুন অর রশীদ হারুন আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করে জেলা বিএনপিকে সুসংগঠিত করেছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের দোসরদের হামলা-মামলা, ভয়ভীতি উপেক্ষা করে মাঠে নেতাকর্মীদের সঙ্গে থেকে কাজ করে যাচ্ছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহলের ষড়যন্ত্রের অংশ হিসেবে সম্প্রতি তার একটি বক্তব্যের খণ্ডিত ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এর মাধ্যমে শুধু হারুন নয়, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় সংবাদ সম্মেলনে।
এ সময় অন্যদের মধ্যে রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র তোফাজ্জেল হোসেন মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এমএ খালেদ পাভেল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা যুবদলের সদস্যসচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানসহ জেলা, উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।