× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুরি হওয়া মোবাইল-টাকা উদ্ধার করল পুলিশ

পিরোজপুর প্রতিবেদক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৫ পিএম

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২৩ পিএম

বৃহস্পতিবার দুপুরে উদ্ধারকৃত সবকিছু ভুক্তভোগীদের কাছে হস্তান্তর। প্রবা ফটো

বৃহস্পতিবার দুপুরে উদ্ধারকৃত সবকিছু ভুক্তভোগীদের কাছে হস্তান্তর। প্রবা ফটো

পিরোজপুরে ৪০টি মোবাইল, বিকাশে ভুল নাম্বারে যাওয়া ৯০ হাজার টাকা ও হ্যাকড হওয়া ৩টি ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া শাখা উদ্ধারকৃত মালামাল ভুক্তভোগীদের হস্তান্তর করে।

সভায় জানানো হয়, জেলার বিভিন্ন থানায় হারানো মোবাইল, অনলাইন ট্রানজেকশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাকড হওয়া সংক্রান্ত জিডিসমূহ পর্যালোচনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন জেলা হতে ৪০টি হারানো বিভিন্ন ব্র্যান্ডের স্মার্ট মোবাইল ফোন ও অনলাইন ট্রানজেকশনের মাধ্যমে ৯০ হাজার টাকা এবং হ্যাকড হওয়া ৩টি ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করা হয়েছে।

সভায় আরও জানানো হয়, বিদেশে থাকা স্বামীর ইমো হ্যাকড করে স্ত্রী আনজিরা বেগমের ইমোতে কল দিয়ে বিপদে পড়ার কথা বলে বিকাশে টাকা চাইলে স্ত্রী সরল বিশ্বাসে অনলাইন ট্রানজেকশনের মাধ্যমে টাকা পাঠিয়ে দেন। পরবর্তী সময়ে স্বামীর সঙ্গে কথা হলে জানতে পারেন, তিনি ইমোর মাধ্যমে অনলাইন প্রতারণার শিকার হয়েছেন। পরে পিরোজপুর সদর থানায় জিডি করলে পুলিশের তৎপরতায় কুষ্টিয়া থেকে তার ট্রানজেকশনের টাকাগুলো উদ্ধার করা হয়।

পিরোজপুর জেলার পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, ‘পিরোজপুর সদর উপজেলার মূলগ্রাম এলাকার হাবিবুর রহমানের ছেলে আবুল বাশারের ভুল নাম্বারে চলে যাওয়া ২০ হাজার টাকা শেরপুর জেলা থেকে উদ্ধার করা হয়। এছাড়া সদর থানার জিডির মাধ্যমে ১৯টি, ইন্দুরকানী থানা ৭টি, ভান্ডারিয়া থানা ৩টি, মঠবাড়ীয়া থানা ৮টি, নাজিরপুর থানা ৩টি মোবাইল ও ৩ টি ফেসবুক অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পিরোজপুরে ১টি মামলা ও ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। ভুক্তভোগীরা তাদের মোবাইল, অনলাইন ট্রানজেকশনের ৯০ হাজার টাকা ও ফেসবুক অ্যাকাউন্ট ফেরত পেয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।’

তিনি আরও বলেন, ‘পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া শাখায় এরকম উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে। জেলা পুলিশ ইতোপূর্বেও এরকম কাজ করে জনগণের পাশে অবস্থান করেছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা