আঞ্চলিক প্রতিবেদক, পটুয়াখালী
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৮ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৫ পিএম
পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক নারী ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গঙ্গিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙ্গাবালী সদর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের নারী ইউপি সদস্য ফাতেমা বেগমের বাড়িতে হানা দেয় একদল ডাকাত।
ভুক্তভোগী ইউপি সদস্য ফাতেমা বেগম জানান, ঘরের জানালা ভেঙে ছয় সদস্যের ডাকাতদল ঘরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে তাকে এবং তার স্বামী সুমন প্যাদাকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় আনুমানিক নগদ দুই লাখ টাকা এবং ৪ ভরি স্বর্ণ লুট হয়েছে। ডাকাতদলের এক সদস্যের হাতে একটি পিস্তল, আরেক সদস্যের হাতে চাপাতি ছিল বলেও জানান তিনি।
ডাকাতরা প্রথমে অস্ত্রের মুখে তার স্বামী ও তাকে জিম্মি করে একপর্যায়ে তারা তাদের মারধর শুরু করে। স্বামী ও নিজেকে মারধরের হাত থেকে রক্ষা করতে তাদের দাবিকৃত ঘরে রক্ষিত নগদ টাকা ও স্বর্ণালংকার বের করে দিতে বাধ্য হন বলে জানান নারী ইউপি সদস্য।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারৎ হোসেন বলেন, রাত ৪টার দিকে ওই ইউপি সদস্য ঘটনাটি তাকে মোবাইল ফোনে জানান। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।