ইউনিয়ন পরিষদে তালা
যশোর প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২৬ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩৩ পিএম
আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন স্বজনরা। প্রবা ফটো
যশোরের কেশবপুরে ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির নেতাকর্মীরা কেশবপুরের সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদে গিয়ে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান মোস্তাফিজুল ইসলাম মুক্তোর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। ঘণ্টাখানেক পরে চেয়ারম্যান মোস্তাফিজুলের লোকজন ইউনিয়ন পরিষদে গিয়ে সেই তালা ভেঙে ফেলে। কিছুক্ষণের মধ্যে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন- ইউপি মেম্বার সবুর, চেয়ারম্যান মোস্তাফিজুলের ভাই মোজাহিদুল ইসলাম পান্না, মাজাহারুল ইসলাম মানিক, গোলাম মোস্তফা, রনি, নাঈম হোসেন, রকি, আকাশ, সাগর, ইউনূছ হোসাইন, আবু সাঈদ। বাকি আহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।
আহতদের উদ্ধার করে স্বজনরা কেশবপুর ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
চেয়ারম্যান মোস্তাফিজুল ইসলাম মুক্তো বলেন, ‘কিছু সন্ত্রাসী পরিষদে তালা ঝুলিয়ে দিলে এলাকাবাসী তালা ভেঙে দিয়েছে। এ সময় তারা এলাকাবাসীর ওপর হামলা ও মারপিট করে।’
বিএনপির ইউনিয়ন সভাপতি আকরাম হোসেন বলেন, ‘চেয়ারম্যান মোস্তাফিজুল ইসলাম ৫ আগস্টের পরে ওই চেয়ারে বসে বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য অপতৎপরতায় লিপ্ত আছেন। বিভিন্ন সময় তিনি বিএনপিসহ বর্তমান সরকারের নামে বিভিন্ন কথাবার্তা বলেন। এ নিয়ে এলাকাবাসীর ক্ষোভ ছিল। সে কারণেই তাকে আর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করতে দেওয়া হবে না বলে মানুষজন পরিষদে তালা ঝুলিয়ে দেন।
তিনি দাবি করেন, ওই তালা চেয়ারম্যান পক্ষের লোকজন ভেঙে ফেলতে গেলে তাদের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়।
এ বিষয়ে তথ্য জানতে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের মুঠোফোনে বারবার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।